X
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
২৫ অগ্রহায়ণ ১৪২৯
গৌরবের পদ্মা সেতু

আমরা অধীর অপেক্ষায় আছি পদ্মা সেতুতে উঠতে: ওমর সানী

বিনোদন রিপোর্ট
২৫ জুন ২০২২, ১৩:০২আপডেট : ২৫ জুন ২০২২, ১৬:২৭

৫০ বছর বয়সী বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্ন ছিল পদ্মার বুকে একটি সেতু। যে সেতুটি একটি সুতোয় মালা গেঁথে দেবে বাংলাদেশের উত্তর-দক্ষিণ আর পূর্ব-পশ্চিমাঞ্চলকে। সেতুটি সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশের জীবন ও অর্থনীতিতে। সংস্কৃতি অঙ্গনের মানুষদের আশা, শুধু জীবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, দেশের নাটক ও চলচ্চিত্রের দৃশ্যপটে বৈচিত্র্যের স্বাদ এনে দেবে এই সেতু। বাড়বে কনসার্ট।

পদ্মা সেতু নিয়ে এমনই স্বপ্ন বুনছেন বরিশাল থেকে উঠে আসা চিত্রনায়ক ওমর সানী। নব্বইয়ের দশকের জনপ্রিয় এ তারকার শ্বশুরবাড়ি অর্থাৎ স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর বাবার বাড়িও পদ্মার ওপারে, খুলনায়। পদ্মা সেতু নিয়ে ওমর সানীর তাই বাড়তি উচ্ছ্বাস। বলেন-

পদ্ম সেতু নিয়ে আমর উচ্ছ্বাস আমি ফেসবুকেই প্রকাশ করেছি। এটা আমাদের জন্য বিশেষ। কেন বিশেষ? আমার বাড়ি বরিশালের গৌরনদীতে, জন্ম কালিগঞ্জ, জিনজিরা ঢাকা। শ্বশুরবাড়ি সাতক্ষীরা, খুলনায় (হা হা)। বিষয়টি আমার জন্য বেশ আনন্দের। 

একটা সময় অসম্ভব ছিল পদ্মা সেতু। বিশ্বব্যাংক না করে দিলো। তখন কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন, হবে। তখনও ভাবতে পারিনি এটা হবে। ধন্যবাদ প্রধানমন্ত্রী।

আমার পর আরও প্রজন্ম আসবে। প্রজন্মের পর প্রজন্ম এটা দেখবে। পদ্মা সেতু মাথা উঁচু করে রাখবে। বাইরে গেলে অনেকেই আমাদের তুচ্ছজ্ঞান করেন। পদ্মা সেতু এখন সেই সুযোগটা তাদের দেবে না। আমরা অধীর হয়ে অপেক্ষা করছি পদ্মা সেতুতে উঠতে।

সারা বাংলাদেশের চাপ পড়ে ঢাকায়। আমার মনে হয়, এই চাপ লাঘব হবে। দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকে শুনে আসছি, ব্যবসায়ীরা বলছেন, কাঁচাপণ্য তারা ওদিক থেকে আনতে পারেন না। আমি আশা করবো, এখন এগুলোর দাম কমবে।

পদ্মা সেতু আমার লাগবে, আপনার লাগবে। আমাদের গর্বের পদ্মা সেতু। আমাদের প্রথম অর্জন স্বাধীনতা, আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু! সমালোচনা নয়, আসুন আমরা একমুখে বলি, আমাদের পদ্মা সেতু।

/এম/এমওএফ/
সম্পর্কিত
পদ্মা সেতুর কারণে সংস্কৃতির আদান-প্রদান ঘটবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
পদ্মা সেতুর কারণে সংস্কৃতির আদান-প্রদান ঘটবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ
৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ
এলেন ডিপজল-রুবেল, শপথ নিলেন মৌসুমী-আলীরাজ
এলেন ডিপজল-রুবেল, শপথ নিলেন মৌসুমী-আলীরাজ
১৯ প্রেক্ষাগৃহে ‘ভাঙন’, ‘দেশান্তর’ মাত্র দুই
একসঙ্গে মৌসুমীর দুই ছবি১৯ প্রেক্ষাগৃহে ‘ভাঙন’, ‘দেশান্তর’ মাত্র দুই
বিনোদন বিভাগের সর্বশেষ
‘লাভ স্টেশন’-এ দেখা হলো জোভান-পড়শীর
‘লাভ স্টেশন’-এ দেখা হলো জোভান-পড়শীর
ভিকি-ক্যাটরিনার বিয়ের এক বছর: কিছু অদেখা মুহূর্ত আর না বলা কথা
ভিকি-ক্যাটরিনার বিয়ের এক বছর: কিছু অদেখা মুহূর্ত আর না বলা কথা
দুরারোগ্য রোগে আক্রান্ত ‘টাইটানিক’ গায়িকা
দুরারোগ্য রোগে আক্রান্ত ‘টাইটানিক’ গায়িকা
‘স্বল্প বসনা’ ছবি দিয়ে স্বামী-স্ত্রীর ‘স্নায়ুযুদ্ধ’!
‘স্বল্প বসনা’ ছবি দিয়ে স্বামী-স্ত্রীর ‘স্নায়ুযুদ্ধ’!
ইমরানের ইউটিউব ইতিহাস!
ইমরানের ইউটিউব ইতিহাস!