বাংলায় আসছে ইরানি সিনেমা ‘লাইফ অ্যাগেইন’

আসলান ও রেহান দাম্পত্য জীবনের অনেক সময় একসঙ্গে পার করে এসেছেন। ছোট একটা সংসার তাদের। জীবনের সময়চক্রে একমাত্র সন্তানও প্রবাসী। 

দুজনের মাঝে বেড়ে ওঠা নিঃসঙ্গতা আর নিজেদের খেয়াল রাখার জন্যই আসলান চায় একটা বৃদ্ধাশ্রমে যেতে। কিন্তু রেহান বিষয়টা মেনে নিতে পারে না। যদিও একটা সময় তারা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাগ্যই তাদের এমন এক পরিস্থিতিতে এনে দেয় যে জীবন নিয়ে আবার নতুন ভাবনা শুরু হয়।

রেজা ফাহিমি পরিচালিত ইরানের ‘লাইফ অ্যাগেইন’ সিনেমাটি বাংলায় ডাবিং হয়ে ৩০ জুন মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

২০১৮ সালে ইরানে মুক্তি পেয়েছিল ৭৬ মিনিটের এই সিনেমাটি। এতে অভিনয় করেছেন গোলাব আদিনেহ, শামস লাংগোরদি, আয়েহ মোঘাদ্দামসহ অনেকে। 

চরকি অরিজিনাল কনটেন্টের পাশাপাশি নিয়মিত বিদেশি কনটেন্ট বাংলায় ডাব করে মুক্তি দিচ্ছে। এর মধ্যে বেশ কিছু সিরিজ ও সিনেমা রয়েছে যেগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।