স্বল্পদৈর্ঘ্য ‘বড়ভাই’

অনেক মানুষ তার অতীতকে ভুলে যায়। অন্যের শ্রম আর ত্যাগের বিনিময়ে নিজে সাফল্যের শিখরে ওঠার পর স্বীকার করতে চায় না। এড়িয়ে যায়। 

এমনই এক আবেগী ও বাস্তবমুখী গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বড়ভাই’।
 
চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আজাদ। বিভিন্ন চরিত্রে আরও আছেন সাইফুল আলম শামীম ও সোয়েব মনির। এটি রচনা ও পরিচালনা করেছেন আসাদ জামান। চিত্রগ্রহণ করেছেন শেখ কামরুল, সম্পাদনা ও রঙ বিন্যাস ষাইফ রাসেল, সংগীত পরিচালনা মাহামুদ হায়াত অর্পণ এবং প্রযোজনা করেছেন যৌথভাবে হিমু ও সাইফ ফারুক।

অভিনেতা সাইফ আজাদ বলেন, ‘গল্পটি আবেগের তো বটেই, তারচেয়ে বড় বিষয় এর মধ্যদিয়ে আমাদের পরিবারগুলোর নির্মম বাস্তবতাও ফুটে উঠবে। কাজটি করতে পেরে আমি নিজেও আবেগতাড়িত। আশা করছি দর্শকরা পছন্দ করবেন কাজটি।’

নির্মাতা জানান, ৩০ জুন সন্ধ্যা সাতটায় গল্প নামের ইউটিউব চ্যানেলে ‘বড়ভাই’ মুক্তি পাচ্ছে।