পুলিশও সাহায্য চায় এই ‘সুপার ভাবী’র কাছে!

নাটক, সিনেমা, মডেলিং, নাচ- তিন দশক ধরে সবখানে যেন সমান ছন্দময় তারিন। এবার তার মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। অভিষিক্ত হচ্ছেন ওয়েব দুনিয়াতেও।

নাম ‘সুপার ভাবী’। প্রধান চরিত্র বা নাম ভূমিকায়ও থাকছেন তারিন। রাজধানীর উত্তরায় গত ছ’দিন ধরে চলছে টানা শুটিং। শেষ হওয়ার কথা ১ জুলাই। সাত পর্বের এই সিরিজ নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা গোলাম সোহরাব দোদুল। যা আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ঝাক্কাস-এ।

সিরিজে দেখা যাবে, সুপার ভাবী হিসেবেই এলাকাজুড়ে তারিনের পরিচিতি। হরেক সমস্যা নিয়ে লোকে আসে তার কাছে। কারও হয়তো কোনও জিনিষ খোয়া গেছে বা বিপদে পড়েছে কেউ—ডাক পড়বে তার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মাঝেমধ্যে স্থানীয় থানা-পুলিশও তার শরণাপন্ন হয় বিভিন্ন মামলার তদন্তে সহযোগিতার জন্য!

সিরিজটি প্রসঙ্গে তারিন গণমাধ্যমে বলেন, ‘এই গল্পটা খুব শক্তিমান। শুটিং আয়োজনটা বড়। তাছাড়া অভিনয়ে নতুনত্ব আনা যায় এমন নাটক বা সিরিজই এখন আমাকে টানে।’

‘সুপার ভাবী’তে তারিন ছাড়াও অভিনয় করছেন সাজু খাদেম, সজল, সুষমা সরকারসহ অনেকে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন মহিউদ্দিন আহমেদ।