পুলিশ কর্মকর্তা তৌহিদুল ইসলামের ‘গার্লফ্রেন্ড চাই’

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও কণ্ঠশিল্পী তৌহিদুল ইসলামের নতুন গানচিত্র প্রকাশ হয়েছে। এটির নাম ‘গার্লফ্রেন্ড চাই’। 

২ জুলাই ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত হলো। গানটির কথা ও সুর করেছেন তৌহিদুল ইসলাম নিজেই, সংগীতায়োজন করেছেন শোভন রায়। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানচিত্রটিতে মডেল হিসেবে কাজ করেছেন ইমতু রাতিশ, সামিহা আক্তার ও তিন্নী। 

তৌহিদুল ইসলাম বলেন, ‘নতুনদের কথা চিন্তা করে গানটি করা হয়েছে। যারা একটু ভিন্ন কথার গান শুনতে চান তাদের জন্য এই গানটি করেছি।’ 

এর আগেও বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে ডিএমপির এই চৌকস কর্মকর্তার। তৌহিদুল ইসলামের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘আমিতো এমনই’, ‘মিছে মায়া’, ‘আকাশ ভালোবাসি’, ‘দিন খারাপের দিনে’, ‘আমি বৃষ্টি হতে পারি’, ‘আমার সোনা বন্ধুরে’, ‘লতায় লতায়’, ‘কলিজাতে দাগ লেগেছে’, ‘একুশ আমার চেতনা’, ‘একদিন দেখা হবে’ প্রভৃতি।