অনন্তের ‘আন্তর্জাতিক’ কর্মকাণ্ডে বিরক্ত অঞ্জনাও!

দিন কয়েক আগে চিত্রনায়ক অনন্ত জলিলকে একহাত নিয়েছিলেন অভিনেতা ডিপজল। জানিয়েছিলেন অনন্তর কর্মকাণ্ড শুধুই অতিরঞ্জিত। এবার সামাজিক যোগযোগমাধ্যমে একইভাবে অন্ততকে দুষলেন অভিনেত্রী অঞ্জনা। 

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দিন: দ্য ডে’ আন্তর্জাতিক সিনেমা এবং নির্মাণে ১০০ কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি অনন্তর। বিষয়টি নিয়ে নানাভাবে প্রচারণায় বেশ ক্ষুব্ধ হয়েছেন তিনি। 

ফেসবুকে অঞ্জনা লেখেন, ‘‘মিস্টার অনন্ত জলিল, ‘আন্তর্জাতিক মানের সিনেমা, আন্তর্জাতিক মানের সিনেমা’- আপনার এই ডায়লগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি! বিশেষ করে আমি অনেক বিরক্ত হয়েছি। আন্তর্জাতিক চলচ্চিত্র বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন? আপনি আবার বলেছেন, এদেশে এর আগে এরকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোনও শিল্পী এরকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না?’’

অঞ্জনা নিজের ক্যারিয়ারের বেশ কিছু ছবির উদাহরণ টেনে বলেন, ‘মিস্টার অনন্ত জলিল, আপনি হয়তো জানেন না, আজ থেকে প্রায় ৩০ বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসাসফল চলচ্চিত্রে আমি দাপটের সাথে অভিনয় করেছি। সেখানে তুরস্ক, ইরাক, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও হংকং, পাকিস্তানের আরও নিজস্ব ৩টি ভাষা উর্দু, পাঞ্জাবি ও পস্তুন ভাষার ব্যবসা সফল বহু চলচ্চিত্রে সুনামের সঙ্গে আমি অভিনয় করেছি। বাংলাদেশ থেকে একমাত্র ববিতা আপা, আমি ও রোজিনা আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য কাজ করেছি। কিন্তু সর্বাধিক আন্তর্জাতিক কাজ একমাত্র আমিই করেছি।’

অনন্তকে সতর্ক করে তিনি বলেন, ‘কিছু বলার আগে একটু ভেবে নেবেন। আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন। আমি আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই যে, চলচ্চিত্রের এই ক্রান্তিলগ্নে আপনি আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যতে আরও করবেন আশা করি।’

অন্যদিকে, ‌‘দিন দ্য ডে’ এখনও বেশ ভালো দর্শক টানছে বলে বিভিন্ন প্রেক্ষাগৃহের খবর আসছে। ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার এ ছবিটি পরিচালনা করেছেন মুস্তফা অতাশ জমজম। এতে অনন্তর বিপরীতে আছেন যথারীতি স্ত্রী বর্ষা।