গীতিকবি সংঘের নির্বাচনে উৎসবমুখর পরিবেশ

উৎসবমুখর পরিবেশে গীতিকবি সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির (২০২২-২৪) নির্বাচন চলছে। আজ (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ভোটগ্রহণ শুরু হয়। প্রথম ভোট দিয়েছেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী।প্রথম ভোট দিয়েছেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী

শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট প্রদান করা যাবে। ভোটগ্রহণ শেষে গণনার পর ফল ঘোষণা করা হবে। গীতিকবি সংঘের এই নির্বাচনে কোনও প্যানেল নেই। 

গীতিকবি সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির (২০২২-২৪) নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদ ও মিলন খান।ভোট দিচ্ছেন গীতিকবি আসিফ ইকবাল

সাধারণ সম্পাদক পদে লড়ছেন আসিফ ইকবাল ও সালাউদ্দিন সজল। যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাপ্পী খান, দেলোয়ার আরজুদা শরফ ও শফিক তুহিন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলফিকার রাসেল ও লতিফুল ইসলাম শিবলী।ভোট দিচ্ছেন গীতিকবি জুলফিকার রাসেল

সাধারণ সদস্য পদপ্রার্থী- আহমেদ রিজভী, বাকীউল আলম, সাকী আহমেদ, প্রবীর কুমার সরদার, জনি হক ও সিরাজুম মুনীর।

কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। তারা হলেন, সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী, অর্থ সম্পাদক এনামুল কবির সুজন, দফতর সম্পাদক মাহমুদ মানজুর এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক রবিউল ইসলাম জীবন। 

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন নকীব খান, কুমার বিশ্বজিৎ ও ফোয়াদ নাসের বাবু।  নির্বাচন কমিশনার নকীব খান, কুমার বিশ্বজিৎ ও ফোয়াদ নাসের বাবু

ছবি- সাজ্জাদ হোসেন