‘হাওয়া’র চিত্রনাট্য লেখা হলো যে গান শুনে (ভিডিও)

সাদাসাদা কালাকালা’ গানের রেশ কাটেনি এখনও, প্রেক্ষাগৃহেও টিকিটের আকাল। গতিময় এই ‘হাওয়া’র পালে নতুন হাওয়া লাগলো আবার। এবারও ছবিটি নতুন আলোচনার জন্ম দিলো গানের মাধ্যমে।

রবিবার (৬ আগস্ট) রাত থেকে ভাইরালের পথে ‘আটটা বাজে দেরি করিস না’ নামের একটি অদ্ভুত কথার গান। বাসুদেব দাস বাউলের গাওয়া গানটির কথা-সুর শ্রোতাদের মনে দোল দিচ্ছে। সঙ্গে বোনাস মেজবাউর রহমানের চিত্রায়ণ। গানটির কথা-সুর সংগৃহীত। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

গানটির প্রকাশ প্রসঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘‘গানটি অনেক আগের। বাসুদেব দাস বাউল তার যৌবন বয়স থেকে গানটি গেয়ে আসছেন। আমি শুনেছিলাম প্রায় পাঁচ-ছয় বছর আগে। এই গানটি ‘হাওয়া’র স্ক্রিপ্ট লেখার সময় আমাদের অনেক শোনা হতো। বলা যায় গানটি শুনতে শুনতেই ‘হাওয়া’র চিত্রনাট্য লেখা।’’

‘হাওয়া’ সিনেমার চিত্রে সরাসরি এই গানটি সরাসরি না থাকলেও অন্যতম চরিত্র উরকেস পারকেসের মোবাইলে কিছু অংশ বাজতে শোনা যায়।

দেশের পর আগামী ১৩ আগস্ট ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া। ২ সেপ্টেম্বর মুক্তি পাবে আমেরিকা ও কানাডায়। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ। ছবিটি ২৯ জুলাই মুক্তি পেয়েছে।

শুনুন ‘আটটা বাজে দেরি করিস না’