আবৃত্তি শিল্পের প্রসারে প্রধানমন্ত্রীর ২ কোটি টাকা অনুদান

আবৃত্তি শিল্পের প্রসারে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৪ আগস্ট) সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহর হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আবৃত্তি শিল্পের প্রসারের জন্য জন্য এ অনুদান দেওয়া হয়।  

অনুদান প্রাপ্তির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আহকাম উল্লাহ, ‘প্রধানমন্ত্রীর এই অনুদান দেশের আবৃত্তি শিল্পকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’

২০২০ সাল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ প্রবর্তন করে আবৃত্তি সমন্বয় পরিষদ। পদক ঘোষণা করা হলেও করোনা মহামারির কারণে সেটি দেওয়া সম্ভব হয়নি। পরে চলতি বছরের ২৭ জানুয়ারি একসঙ্গে তিন বছরের পদক প্রদান করা হয়।

১৯৮৮ সালের ১৪ এপ্রিল বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ যাত্রা করে। সংগঠনের বর্তমান সভাপতি আসাদুজ্জামান নূর।