গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণ

হাসপাতাল ও বাসায় ছুটে গেলেন শাকিব খান

কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি শুনে স্তব্ধ দেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গন। অনেকেই অন্তর্জালে শোক প্রকাশ করেছেন।

তবে ঢালিউড সুপারস্টার শাকিব খান ছুটে গেছেন হাসপাতাল ও বাসায়। বেলা ১২টার দিকে তিনি ইউনাইটেড হাসপাতালে যান; সেখানকার হিমঘরে রাখা হয়েছে কিংবদন্তির মরদেহ। হাসপাতালে গিয়ে গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপলের সঙ্গে কথা বলেন শাকিব এবং তাকে সান্ত্বনা দেন। এরপর ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের গাড়িতে করে যান গাজী মাজহারুল আনোয়ারের বাসায়। সেখানে তার পরিবারের সঙ্গে একঘণ্টা থেকে ফিরে যান ব্যক্তিগত কাজে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকবার্তা দিয়েছেন শাকিব খান। লিখেছেন, ‘বাংলা গানে এক অনন্য-অসাধারণ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরম শ্রদ্ধেয় এই মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

শ্রদ্ধা জানিয়ে শাকিব আরও লিখেছেন, ‘বর্ণিল কর্মময় জীবনে গাজী আঙ্কেল গানের বাইরে বিকশিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও। শিল্প সংস্কৃতির প্রায় প্রতিটি সেক্টরে তিনি পেয়েছেন বিস্ময়কর সব সাফল্য। মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ; বৈচিত্র্যময় সব অনুভূতি প্রকাশে এ দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আজীবন ভীষণ প্রিয় হয়ে থাকবে গাজী মাজহারুল আনোয়ারের অমর সব সৃষ্টি।’

মেয়র আতিকুল ইসলাম, গাজীপুত্র উপল ও শাকিব খান/ ছবি: সুধাময় সরকারশাকিব খান ছাড়াও গাজী মাজহারুল আনোয়ারকে শেষ দেখার জন্য এসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিত্রনায়ক বাপ্পারাজ, সম্রাট, অনন্ত জলিল, চিত্রনায়িকা বর্ষাসহ অনেকে।

প্রসঙ্গত, গাজী মাজহারুল আনোয়ারের দুই সন্তান। ছেলে উপল কাছে থাকলেও কন্যা-গায়িকা দিঠি রয়েছেন দেশের বাইরে। রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা কিংবা রাতের মধ্যে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। তিনি ফেরার পরই গাজী মাজহারুল আনোয়ারের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।