সুমির কণ্ঠে জয়া (ভিডিও)

এবার সুমির কণ্ঠে পর্দায় পাওয়া গেলো দুই বাংলার জয়াকে। সেই ব্যবস্থা করেছেন নির্মাতা মাহমুদ দিদার। মুক্তি প্রতীক্ষিত ‘বিউটি সার্কাস’-এর গান এটি। নাম ‘বয়ে যাও নক্ষত্র’। 

ব্যান্ড চিরকুট-এর নিবেদনে গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।

বয়ে যাও নক্ষত্র কপাল কিনারায়/ বারবার তার প্রেমে বারবার পড়া যায়/ হয়ে যাও হয়ে যাও ভোর/ সময়ের সার্কাসে কেটে যাক ঘোর...। এমন কথায় সাজানো প্রেমময় গানটি ১৫ সেপ্টেম্বর রাত আটটায় প্রকাশ হয় ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের ফেসবুক পেজ ও ইমপ্রেস টেলিফিল্মের ইউটিউব চ্যানেলে। 

গানটির ভিডিও চিত্রে দেখা গেছে চলচ্চিত্রে অভিনীত জয়া আহসান, ফেরদৌস, এবিএম সুমনের মন উড়িয়ে নেওয়া সব রোমান্টিক দৃশ্য।

শারমিন সুলতানা সুমি বলেন, ‘গানটি সাড়ে তিন বছর আগে লেখা। নির্মাতা মাহমুদ দিদার হয়তো এমন একটি গানই চেয়েছিলেন আমাদের কাছে। আমরা চিরকুট এর আগে বেশ কিছু চলচ্চিত্রের জন্য গান করেছি। প্রতিটি গানেই চেষ্টা করেছি সুবিচার করতে।’ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদান নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজনায় ‘বিউটি সার্কাস’ মুক্তি পেতে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর।

চলচ্চিত্রটিতে আরও গান গেয়েছেন এশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান ও টুনটুন বাউল।