পহেলা ফাল্গুনে সংগীতসন্ধ্যা

বাংলা পহেলা ফাল্গুন উপলক্ষে বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন করেছে ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। আয়োজনটি হবে আগামী শুক্রবার (১২ ফেব্রুয়ারি)। এতে সংগীত পরিবেশন করবেন তরুণ রবীন্দ্রসংগীত স্বপ্নীল সজীব। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘রং লাগালে’।
স্বপ্নীল জানান, এতে রবীন্দ্রনাথের জনপ্রিয় বসন্তের গান পরিবেশন করবেন তিনি। থাকবে স্বপ্নীলের অভিনব উপস্থাপনা। রাগ সংগীত, মূল গান ও ভাঙা গানে নতুন সংগীতায়োজনে তাকে পাওয়া যাবে বলে তার ভাষ্য।
এতে আরও থাকবে বাংলা আধুনিক, লালন, সাঁওতাল, বিহু, লোকসংগীত ,পাহাড়ি, ঝুমুর ও কীর্তনিয়া গান।
স্বপ্নীল রবীন্দ্রসংগীত তালিম নেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাছে। এছাড়াও ছায়ানটে রবীন্দ্রসংগীত বিষয়ে শিক্ষা লাভ করেন। সেইসঙ্গে  ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি ৪ বছরের সংগীতবিষয়ক ডিপ্লোমা করেছেন তিনি। ২০১৫ সালে ভারত, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে ঐতিহ্যবাহী আয়োজনে আমন্ত্রিত হয়েছিলেন এ শিল্পী।
/এম/এমএম/