নিউ ইয়র্কের হোটেলে অচেতন র‌্যাপ শিল্পী

র‌্যাপার ডিএমএক্স.ডিএমএক্স নামে অধিক পরিচিত র‍্যাপ শিল্পী আর্ল সিমন্সকে নিউ ইয়র্কের একটি হোটেলের পার্কিং লটে অচেতন অবস্থায় পাওয়া গেছে। সোমবার রাতে একটি অজ্ঞাত ফোনকলে সাড়া দিয়ে ঘটনাস্থলে গিয়ে একজন অচেতন ব্যক্তির সন্ধান পায় ইয়ঙ্কারের পুলিশ।

পরে ওই অচেতন ব্যক্তিকে সেন্ট জোসেফ মেডিক্যাল সেন্টারে নিয়ে যায় ইয়ঙ্কারের পুলিশ। অ্যাম্বুলেন্সেই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে সিমন্সের আইনজীবী মুরে রিচম্যান জানিয়েছেন, আর্ল সিমন্সকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুরে রিচম্যান বলেন, আর্ল সিমন্সকে হাসপাতালে নেওয়ার কারণ তার জানা নেই। তবে মনে হচ্ছে, তিনি শনিবার দপেনসিলভানিয়ায় পারফর্ম করার মতো অবস্থানে আছেন।
১৯৯০-এর দশকে শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন আর্ল সিমন্স। এমনকি টেলিভিশন ও চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে আইনি ও মানসিক নানা ঝামেলায় ভুগছিলেন এ শিল্পী।

 

সূত্র: সিএনএন

/এমপি/এম/