দেশের পরীক্ষিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ‘আয়নাবাজি’ দিয়ে অসামান্য সাফল্য পেয়েছেন। ছোট পর্দায়ও তার কাজের মুন্সিয়ানা রয়েছে। ওটিটির জগতে ২০১৯ সালেই অভিষেক হয়েছে তার। এবার তিনি হাজির দ্বিতীয় ওয়েব সিরিজ নিয়ে। ‘বোধ’ নামের সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ৪ নভেম্বর।
এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে ট্রেলার। ২ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারটিজুড়ে রয়েছে টানটান উত্তেজনা। গল্পের আভাস এমন- আলমগীর হোসেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। নিজের বিচারবোধের প্রতি ছিল তার অগাধ আস্থা। কিন্তু অবসরের পর নানা ঘটনায় তিনি তার বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন। একপর্যায়ে বিবেকের দংশন থেকে জাগ্রত হয় বোধ আর শুরু হয় সত্যের উদঘাটন।
এতে অবসরপ্রাপ্ত বিচারপতি আলমগীর হোসেনের চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী আফজাল হোসেন। একটি বিশেষ চরিত্রে আছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক, খায়রুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান সম্রাট প্রমুখ।
সিরিজটির চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম পল্টু ও জাহিন ফারুক আমিন। চিত্র-নির্দেশনা করেছেন তুহিন তামিজুল এবং সংগীত নির্দেশনায় আরাফাত মহসীন নিধি। সিরিজটি প্রযোজনা করেছে হাফ স্টপ ডাউন।
‘বোধ’র ট্রেলার: