অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’

রাতে ‘ডাব চুরি’, দিনে মানুষের ঢল সামলে শুটিং!

প্রথমবার সিনেমা প্রযোজনা করছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নাম ‘লাল শাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। আর এতে অপুর বিপরীতে থাকছেন সাইমন সাদিক।

গত ২ নভেম্বর থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং। মানিকগঞ্জের নদী তীরবর্তী অঞ্চলে চলছে চিত্রায়ণ। গ্রামীণ এলাকা, ফলে সিনেমার শুটিংয়ের খবর মুহূর্তেই ছড়িয়ে গেছে চারদিকে। ফলে শুটিং সেটের আশপাশে নেমেছে মানুষের ঢল। হাজারো উৎসুক মানুষ ভিড় করেছেন সাইমন-অপুর শুটিং দেখতে। তাদের নিয়ন্ত্রণ করে শুটিং চালিয়ে নিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ‘লাল শাড়ি’ টিমকে।

রবিবার (৬ নভেম্বর) বিকালে স্বল্প সময়ের জন্য ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। এ সময় তিনি ফোনের ক্যামেরা ঘুরিয়ে জনস্রোতের চিত্র দেখিয়েছেন। নিজে অবশ্য ক্যামেরার সামনে আসেননি, কথাও বলেননি। অবশ্য মানুষের এমন ভালোবাসার বিপরীতে কী-ই বা বলার আছে! অপু শুধু একটা শব্দই বললেন, ‘মানুষের ভালোবাসা’।

অপুর ক্যামেরায় উৎসুক জনতার ভিড়:

এদিকে শুটিংয়ের ফাঁকে দুষ্টুমিও করছেন সাইমন-অপুরা। শনিবার (৫ নভেম্বর) রাতে তারা ডাব চুরি করেছেন! সেই ঘটনা আবার সাইমন ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। তাতে দেখা গেছে, অপু-সাইমনের সঙ্গে ‘ডাব চুরি’কাণ্ডে ছিলেন সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েলসহ টিমের আরও কয়েকজন। সাইমন এই কাণ্ডকে বলেছেন, ‘জনসম্মতিক্রমে চুরি!’

উল্লেখ্য, ‘লাল শাড়ি’র গল্প আবর্তিত হয়েছে একটি তাঁতপল্লিকে ঘিরে। এতে প্রেম-ভালোবাসা এবং স্থানীয় রাজনীতির বিষয়ও উঠে আসবে। ছবিটি ২০২১-২২ অর্থবছরে সরকারের কাছ থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে। এটি নির্মিত হচ্ছে অপুর প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’র ব্যানারে।

ডাব চুরির ভিডিও: