ফের শুরু যৌথ প্রযোজনা, এবার নীরবকে নিয়ে ‘স্পর্শ’

যৌথ প্রযোজনাকে বলা হতো কোণঠাসা বাংলা সিনেমা বাঁচানোর সর্বোত্তম পন্থা। তাইতো ঢাকা-কলকাতায় প্রায় সমান আগ্রহ ছিলো এই ভেঞ্চারে। যদিও নানা অনিয়ম, অভিযোগ আর আমলাতান্ত্রিক জটিলতায় মাঝে এই যৌথ খামারের পরিকল্পনা থমকে যায়। কারণ, নির্মাতা-প্রযোজকরা বলছেন নতুন নীতিমালা বড্ড জটিল!

তবে এই জটিলতা কাটিয়ে লম্বা বিরতি শেষে ফের যৌথ প্রযোজনার বাতাস বইছে দুই বাংলায়। ঢাকাই নায়ক নিরবকে দিয়ে শুরু হচ্ছে যৌথ প্রযোজনার নতুন ছবি ‘স্পর্শ’। এটি নির্মাণ করছেন ঢালিউডের অনন্য মামুন আর টলিউডের অভিনন্দন দত্ত। ব্যানার দুটো যথাক্রমে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রোল ক্যামেরা অ্যাকশন।

নিরব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বহুবছর পর জয়েন ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালোলাগার বিষয়। আমারও এটা প্রথম ছবি যৌথ প্রযোজনায়। আমরা সকল নীতিমালা মেনটেইন করে ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি স্মার্ট কিছু হবে।’

এদিকে নির্মাতা অনন্য মামুন জানান, ছবিটির শুটিং শুরু হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই। শুরুটা হচ্ছে ভারত থেকে। এতে নিরবের বিপরীতে থাকছেন দুই বাংলার দুজন নায়িকা। যা দ্রুতই জানানো হবে গণমাধ্যমে।

অনন্য মামুন ও নিরব হোসাইননির্মাতার ভাষ্য, ‘আমি যৌথ প্রযোজনার কাজ আগেও করেছি কয়েকটি। তবে এবারের নীতিমালা ও নির্মাণ প্রক্রিয়া বেশ টেকসই। ফলে কাজটিও মজবুত হবে বলে আমাদের বিশ্বাস। আমার ধারণা, এই ছবিটি দিয়ে আবারও দুই বাংলাকে একসুতোয় গাঁথতে পারবো।’