কথা রেখেছেন রুমন (ভিডিও)

ব্যান্ড পার্থিব’র পাশাপাশি নিজের একক ক্যারিয়ার নিয়েও এখন সমান সিরিয়াস রুমন। অক্টোবরে নিজের ইউটিউব চ্যানেল চালু এবং একক গান প্রকাশের সময় বলেছিলেন, এখন থেকে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করবেন।

মাস ফুরানোর আগেই সে কথা রেখেছেন রুমন।

ব্যান্ডের বাইরে এসে রুমনের আনুষ্ঠানিক একক ক্যারিয়ার শুরুর প্রথম গানচিত্র ছিল ‘ঝাপসা’। ২০ অক্টোবর এটি প্রকাশের পর ভালো প্রশংসা কুড়িয়েছেন শিল্পী। এবার বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অন্তর্জালে মুক্ত হলো তার নতুন গানচিত্র ‘মেঘরাঁধুনি’। পাশাপাশি শোনা যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাইসহ প্রায় সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। 

নতুন গানটি প্রসঙ্গে রুমন বলেন, ‘অনেক দিন আগে একরাতে আমি হঠাৎ ফোন পেলাম আমাদের প্রিয় মাশু (গোলাম মোর্শেদ) ভাইয়ের। কিংবদন্তি লাকী আখান্দের জন্য যার অনেক গান লেখা। তো মাশু ভাই বললেন- রুমন, তোমার সুর আমার খুব ভালো লাগে। আমি চাই তুমি আমার লেখায় গান করো। আমি তো তখন প্রায় সপ্তম আকাশে ভাসছি! কী দারুণ সম্মানের, কী দারুণ ভালোলাগার অনুভূতি! এরপর মাশু ভাই আমাকে এই গানটি দিলেন। আমিও চেষ্টা করলাম সুরটা দিয়ে গাইতে। বাকি বিচার শ্রোতাদের হাতে।’

বঙ্গোপসাগরকে ফ্রেমে রেখে রুমনকে মডেল করে গানটির একটি দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন অর্চন চক্রবর্তী। শিল্পীর বিশ্বাস, গানটির কথাগুলোর সঙ্গে দৃশ্যগুলো দেখলে একটা আরাম অনুভব করবেন শ্রোতারা।

মেঘরাঁধুনি