মাহির ‘মা সমাবেশ’ ও মৌসুমী বীজ

মাতৃত্বকালীন ছুটিতে আছেন মাহিয়া মাহি। তবে ঘরে বসে নেই এই অদম্য নায়িকা। সকল প্রকার শুটিং থেকে নিজেকে গুটিয়ে নিলেও রাজনীতির মাঠে সক্রিয় পদচারণা রয়েছে এখনও।

এর আগে মাহিকে রাজনীতির মাঠে দেখা গেছে স্বামী রাকিব সরকারের পাশে। যিনি গাজীপুরের বাসন থানা অঞ্চলে বেশ সক্রিয় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে। এবার মাহিকে পাওয়া গেলো তার এলাকা রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের গোপালপুর, কাশিমপুর এবং মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামে।

তবে মাহির এই উপস্থিতি বেশ অভিনব। রবিবার (২০ নভেম্বর) দুপুর-বিকাল-সন্ধ্যায় তিনি তিন গ্রামের স্থানীয় মায়েদের ডেকে তিনটি সমাবেশ করেন। যার নাম রেখেছেন ‘মা সমাবেশ’। রাজনীতি বা সমাজনীতির মাঠে এমন আয়োজন এর আগে খুব একটা দেখা যায়নি।

মাহি জানান, এদিন তিনি ব্যতিক্রমী এই সমাবেশ ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে। যিনি সাম্প্রতিক সময়ে জনগণকে আহ্বান করেছেন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলার জন্য সবাইকে কৃষির ওপর জোর দিতে। মূলত তারই অংশ হিসেবে নায়িকা মাহি একধাপ এগিয়ে গেলেন গোদাগাড়ি উপজেলার মায়েদের নিয়ে।

মাহি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আমি উৎসাহিত হই। রাকিবের (রাকিব সরকার) সঙ্গে পরিকল্পনা করি এমন একটি সমাবেশের। অবশেষে আজ (রবিবার) গোদাগাড়ি উপজেলার তিন গ্রামের মায়েদের বাড়ির আঙিনায় কৃষি উৎপাদনের লক্ষ্যে এই সমাবেশ করি। এর মাধ্যমে আমি মায়েদের মাঝে মৌসুমী বীজ বিতরণ করি। পাশাপাশি সরকারের (রাকিব সরকার নয়) ব্যাপক উন্নয়ন ও সাফল্যের কথা মা-বোনদের মাঝে তুলে ধরি। কাজটি করতে পেরে পরম শান্তি পেয়েছি। আমি এই কার্যক্রম সামনেও করতে চাই বিভিন্ন গ্রামে।’

মাহির এই মা সমাবেশে যথারীতি তার ছায়াসঙ্গী হিসেবে ছিলেন স্বামী রাকিব সরকার।

মাহি অভিনীত সর্বশেষ ছবি ‘যাও পাখি বলো তারে’ মুক্তি পায় ৭ অক্টোবর।