গাইবেন তাহসান-প্রীতম-জোহাদ, দর্শক শুধু নারী

শীত আসতে না আসতেই জমে উঠেছে দেশের সংগীতাঙ্গন। নিয়মিত কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এতে অংশ নিয়ে দর্শক-শ্রোতা মাতাচ্ছেন সংগীতশিল্পীরা। তেমনই আগামী ২ ডিসেম্বর একটি বিশেষ কনসার্ট হতে যাচ্ছে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে। তবে এখানে শুধু নারী দর্শক অংশ নিতে পারবেন।

ই-কমার্স প্রতিষ্ঠান সাজগোজ’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্ট। এটি মূলত প্রতিষ্ঠানটির ফিমেল ফেস্ট শীর্ষক দুই দিনের আয়োজনের অংশ। এ কনসার্টে গান পরিবেশন করবেন তাহসান খান ও প্রীতম হাসান, সন্ধির মতো শিল্পীরা। এছাড়া থাকছে ব্যান্ড নেমেসিস, এর হয়ে তরুণীদের উচ্ছ্বাসে মাতাবেন ভোকাল জোহাদ।

আয়োজকদের মতে, এ উৎসবে পাঁচ হাজারের বেশি নারী অংশ নেবেন। তাদেরকে বিনোদিত করার জন্যই রাখা হচ্ছে কনসার্ট। নারীদের পছন্দের নিরিখেই শিল্পী বাছাই করা হয়েছে বলে জানালেন সাজগোজের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারহানা প্রীতি। তার ভাষ্য, ‘মূলত সাজগোজের গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখেই এই আয়োজন সাজানো হয়েছে। মেয়েরা নিজেরা নিজেদের মতো করে আনন্দ-উল্লাসে পছন্দের শিল্পীর গান যেন শুনতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য।’

কনসার্ট ছাড়াও ফিমেল ফেস্টে থাকছে ফ্যাশন শো। যেখানে ৩০ জনের বেশি মডেল পারফর্ম করবেন ফয়সাল তুষারের কোরিওগ্রাফিতে।

অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ আয়োজনে অংশ নেওয়া যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে সাজগোজ’র ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।