তাহসান-মেহজাবীনসহ সেরা করদাতা ছয় তারকা

কর প্রদানে উৎসাহ দিতে এবং সচেতনতা বাড়াতে প্রতি বছর সেরা করদাতা নির্বাচিত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার ২০২১-২২ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে বিনোদন জগতের ছয়জন তারকাও আছেন। বুধবার (২১ ডিসেম্বর) গেজেটের মাধ্যমে এই তালিকা প্রকাশ করেছে এনবিআর। 

এ বছর সংগীতশিল্পী বিভাগে সেরা করদাতা হয়েছেন তিনজন। তারা হলেন তাহসান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।

অন্যদিকে অভিনেতা-অভিনেত্রী বিভাগে সেরা হয়েছেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযুষ ব্যানার্জি।

ছয় তারকার মধ্যে কেবল মেহজাবীন চৌধুরীর নাম প্রথমবার সেরা করদাতার তালিকায় এসেছে। অন্যরা এর আগেও একাধিকবার এই স্বীকৃতি পেয়েছেন।

সেরা করদাতার তালিকায় আছেন (বাঁ থেকে) কুমার বিশ্বজিৎ, পীযুষ ব্যানার্জি, এস ডি রুবেল ও মাহফুজ আহমেদসেরা করদাতা হিসেবে তারা জাতীয় রাজস্ব বোর্ড থেকে ট্যাক্সকার্ড ও সম্মাননা পাবেন। এই কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ অনুসারে এসব কার্ড দেওয়া হয়।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালেও অগ্রাধিকার ভিত্তিতে শয্যাসুবিধা পাবেন।