X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

একসঙ্গে প্রথমবার...

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১৭:১২আপডেট : ২২ জুন ২০২৫, ১৭:১২

অপি করিম এবং তাহসান খান, দুজনেই শোবিজে কাজ করছেন দীর্ঘ সময় ধরে। তবে প্রথমবারের মতো এবারই কাজ করলেন জুটিবেধে। একটি পণ্যের বিজ্ঞাপনে তাদের একসঙ্গে দেখা যাবে। বিজ্ঞাপনটি নির্দেশনা দিয়েছেন সাগর জাহান। 

সম্প্রতি রাজধানীর বনশ্রীতে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হবে।

এদিকে বিজ্ঞাপনে কাজের বিষয়ে অপি করিম বলেন, ‘সাগর জাহানের সঙ্গে বহু বছর নাটকে কাজ করিনি। নতুন বিজ্ঞাপনে কাজ করতে এসে তা একবারও তা মনেই হয়নি। আগের মতোই বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই তার সঙ্গে বিজ্ঞাপন চিত্রটির কাজ শেষ করেছি।’ নির্মাতা সাগর জাহানের সঙ্গে তাহসান ও অপি অন্যদিকে, তাহসান খান বলেন, ‘লম্বা বিরতির পর সাগর জাহানের সঙ্গে কাজ হয়েছে।এটি তার প্রথম বিজ্ঞাপন।নাটকের মতো বিজ্ঞাপনেও তার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। আশা করছি, বিজ্ঞাপন চিত্রটি সবার পছন্দ হবে।’

নির্মাতা সাগর জাহান বলেন, ‘২০১৬ সালের দিকে অপি করিম ও তাহসান খানকে নিয়ে নাটক নির্মাণ করার ইচ্ছা ছিল। দুইজনের একসঙ্গে ডেট পাওয়া যাচ্ছিল না বলে কাজটি শেষ পর্যন্ত হয়নি। তাদের দুইজনকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা ছিল অনেকদিনের। অবশেষে বিজ্ঞাপনে তাদের জুটি করে কাজ করেছি। তারা দুজনই আমাকে বেশ সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

বলা প্রয়োজন, অপি-তাহসান ছাড়াও এতে মডেল হিসেবে রয়েছেন সাদিয়া তানজিন, রাই রাজন্য ও মেহেজাবিন নুর।

/সিবি/
সম্পর্কিত
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
সিনেমার টিজারে চঞ্চল-জয়ার সমালোচনা!
সিনেমার টিজারে চঞ্চল-জয়ার সমালোচনা!
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
 ‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
 ‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’
গিটারিস্টের জন্য কনসার্ট
গিটারিস্টের জন্য কনসার্ট