তরুণ অভিনেত্রীর রহস্যমৃত্যু, কঙ্গনার দাবি ‘খুন’!

বলিউডের তরুণ অভিনেত্রী তুনিশা শর্মা মারা গেছেন গত ২৪ ডিসেম্বর। তবে তার মৃত্যু স্বাভাবিক ছিল না। শুটিং সেটে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, তুনিশা আত্মহত্যা করেছেন। এজন্য তার প্রাক্তন প্রেমিক শিজান খানকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

তবে তুনিশার মৃত্যুকে স্রেফ আত্মহত্যা নয়, বরং ‘খুন’ বলে দাবি করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ একটি বার্তা দিয়েছেন তিনি। সেখানে তিনি তুনিশা প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিও আকর্ষণ করেছেন। যেন এই ঘটনার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার হয়।

কঙ্গনা বলেন, ‘একজন নারী সবকিছু মেনে নিতে পারে। ভালোবাসা, সম্পর্ক, বিয়ে সংক্রান্ত সব ক্ষতি মানতে পারে। কিন্তু যখন সে জানতে পারে তার ভালোবাসায় কখনও ভালোবাসাই ছিল না, তখন সেটা সহ্য করতে পারে না। বিপরীতে থাকা মানুষটার কাছে যদিও অন্য মানুষটার আবেগ, প্রেম নিয়ে খেলা করাটা খুব সহজ। আসলে স্বার্থ নিয়ে যারা সম্পর্কে আসে, তারা খুব সহজেই অন্যকে শারীরিক ও মানসিকভাবে শোষণ করতে পারে।’

‘কুইন’ অভিনেত্রীর মতে, ‘আসলে সে তখন নিজের ধারণাগুলোকেই বিশ্বাস করে উঠতে পারছিল না। বেঁচে থাকা অথবা না থাকা সবটাই সমান তখন তার কাছে। যদি সে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা একা নেয়নি। এটা একটা খুন।’

কঙ্গনার ইনস্টাগ্রাম স্টোরিতুনিশার রহস্যমৃত্যুর ঘটনায় নরেন্দ্র মোদির উদ্দেশে কঙ্গনা বলেছেন, ‘কৃষ্ণ যেমন দ্রৌপদীর জন্য রুখে দাঁড়িয়েছিলেন। রাম যা করেছিলেন সীতার জন্য, আমি চাই বহুগামিতার বিরুদ্ধে আপনিও নারীর পাশে দাঁড়াবেন।’

সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তুনিশা। এই নাটকের সেটের ভ্যানিটি ভ্যানেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তরুণ এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২০ বছর।

বেশ কিছু সিনেমায়ও কাজ করেছেন তুনিশা। এরমধ্যে রয়েছে ‘কাহানি’, ‘ফিতুর’, ‘বারবার দেখো’র মতো জনপ্রিয় সিনেমা।

সূত্র: আনন্দবাজার