মীমের ভাবনায় মৌলিক গান

শাহরিন সুলতানা মীম। ‘এক চোখেতে হাসন কান্দে আরেক চোখে লালন’ গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন এই তরুণ শিল্পী।

ফোক গান করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মীম। স্বপ্নের পরিধি প্রসারিত করতে যুক্ত হন আরটিভির রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’-তে। অর্জন করেন ৪র্থ স্থান। এবার পালা স্টেজ শো আর মৌলিক গান প্রকাশের মাধ্যমে নিজেকে এগিয়ে নেওয়ার।

বললেন, ‘শীতকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় বন্ধ। টুকটাক স্টেজ শো করছি, পরিবারকে সময় দিচ্ছি। কিছু পরিকল্পনা করছি। নিজেকে কীভাবে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাবো। একজন শিল্পীর পরিচয় তার মৌলিক গান। ইচ্ছে আছে এ বছর মৌলিক গান নিয়ে কাজ করার।’ 

বিভিন্ন চ্যানেল থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখান থেকে অনেক শেকড়ের গান উঠে আসে। তিনি নিজেও সেই ধারার একজন। যদিও মীমের তিক্ত অভিজ্ঞতা রয়েছে এ বিষয়ে। তার ভাষ্যে, ‘বর্তমান অনেক সময় শেকড়ের গানগুলোই বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, যা মোটেই কাম্য নয়। আমরা লোকসংস্কৃতিতে সমৃদ্ধ। সুতরাং, লোকসংস্কৃতি রক্ষায় আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।’‘বাংলার গায়েন’ মঞ্চে মীম
‘বাংলার গায়েন’ জার্নি নিয়ে মীম বলেন, ‘এই জার্নিটা আমার কাছে স্বপ্নের মতো। আমি কখনও ভাবিনি এত গুণী মানুষের সংস্পর্শ পাবো, এত মানুষের ভালোবাসা পাবো। সব মিলিয়ে বাংলার গায়েন আমার কাছে আবেগ, অনুভূতি আর ভালোবাসার সংমিশ্রণ। কৃতজ্ঞতা আরটিভির প্রতি। এরকম একটি প্ল্যাটফর্ম করে মেধা যাচাইয়ের সুযোগ করে দেওয়ার জন্য।’