জয়ার বলিউড শুটিং শেষ, জানালেন অনুভূতি-অভিজ্ঞতা

শেষ হলো জয়া আহসানের প্রথম বলিউড সিনেমার শুটিং। ‘করক সিং’ প্রাথমিক নামে চিত্রায়ন সম্পন্ন হয়েছে ছবিটির। অনিরুদ্ধ রায় চৌধুরীর নির্মাণে এতে জয়ার সহশিল্পী হিসেবে আছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ।

গেলো বছরের ৭ ডিসেম্বর শুটিং শুরু হয় এই ছবির। সম্প্রতি তা শেষ হয়েছে। তাই ‘করক সিং’ টিমের সঙ্গে কাজ করে নিজের ভালোলাগার কথা জানালেন জয়া আহসান। এমন নির্মাতা-শিল্পীদের সঙ্গে আবারও কাজের ইচ্ছেও পোষণ করেছেন দুই বাংলাজয়ী এ তারকা।

শুটিং এবং প্যাকআপের কিছু স্থিরচিত্র সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন জয়া। সঙ্গে বললেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’

নির্মাতার সামনে মনোযোগী জয়া আহসানজয়া আহসান মনে করেন, ‘একজন শিল্পী কতখানি শিখতে পারেন, তার কোনও সীমা নেই। প্রত্যেকদিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই ছবির শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে থাকবো।’

 এর আগে মহরতের সময় ‘করক সিং’ ছবিটি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে জয়া আহসান বলেছিলেন, ‘এটা আমার প্রথম হিন্দি ছবি এবং এখানে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এই ছবির প্রস্তাব আসে, আমি রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিক হ্যাঁ বলে দিয়েছি। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালক, সঙ্গে পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পী। আমি বরাবরই চেয়েছিলাম তাদের দুজনের সঙ্গে কাজ করতে এবং সেটা আমার প্রথম হিন্দি ছবিতেই হয়ে গেলো! কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।’

মালায়লাম তারকা পার্বতীর সঙ্গে জয়াঅন্যদিকে পঙ্কজ ত্রিপাঠির বক্তব্য ছিলো এমন, ‘এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিলো। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান।’

উল্লেখ্য, এই ছবির গল্প ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবিটির মুক্তির বিষয়ে এখনও কোনও ঘোষণা আসেনি।