X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে

বিনোদন রিপোর্ট
০২ মে ২০২৫, ০১:২৭আপডেট : ০২ মে ২০২৫, ০১:২৭

কিছু গল্প সময় নিয়ে তাদের মুহূর্ত খুঁজে পায়। পাঁচ বছর আগে, যখন গোটা পৃথিবী থমকে গিয়েছিল, ঠিক তখনই শুরু হয়েছিল ‘জয়া আর শারমিন’ ছবিটির যাত্রা। ছোট্ট পরিসরে, গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া এই ছবিটি অবশেষে বড় পর্দায় আসার জন্য প্রস্তুত।

১৬ মে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের মাল্টিপ্লেক্সে। তারও আগে সেটি দেখার তাগিদ তৈরি করলো প্রকাশ্যে আসা ১ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলার। মহান মে দিবসে (১ মে) এটি মুক্তি পায় প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপেলবক্স মারফতে অন্তর্জাল মাধ্যমে।

ট্রেলার:

যেখানে দেখা মিলেছে, দুই বাংলার সমৃদ্ধ মুখ জয়া আহসান এবং মঞ্চাঙ্গনের আরেক উজ্জ্বল মুখ মহসিনা আক্তারকে।  

কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে একই ঘরে দুই নারীর অন্য জীবন। যেখানে জয়া, একজন অভিনেত্রী এবং শারমিন, তার গৃহকর্মী। যারা লকডাউনে হঠাৎ করে নিজেদের বাসায় আটকে পড়েন, যখন বাইরের বিশ্ব ভয় এবং অনিশ্চয়তায় আচ্ছন্ন। ছোট্ট এই আবদ্ধ জগতে তারা নিজেদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করেন। একটি দৃশ্যে মহসিনা আক্তার ট্রেলারে দেখা মেলে, তাদের জীবনের কিছু দারুণ দৃশ্য। যেখানে যেমন লুডু খেলার আনন্দ রয়েছে তেমন বিষাদের ছায়া রয়েছে। সময়ের সাথে সাথে এবং বাইরের দুনিয়া থেকে আসা দুঃসংবাদগুলো তাদের জীবনে নিঃশব্দে এক ধরনের বিচ্ছিন্নতা ও ভয় ঢুকিয়ে দেয়।

নির্মাতা জানান, চলচ্চিত্রটিতে তিনি দেখানোর চেষ্টা করেছেন, একাকীত্ব কিভাবে দু’ই মেরুর দুজন মানুষের সম্পর্ককে কেমন করে বদলে দেয় এবং ভরসা, নির্ভরতা ও টিকে থাকার প্রশ্নগুলো সামনে নিয়ে আসে। এখানে সঙ্গ, ব্যক্তিগত সীমারেখা এবং সংকটকালে মানবিক সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনগুলোর গল্প ফুটে ওঠে।

‘জয়া আর শারমিন’ পরিচালনা করেছেন পিপলু আর খান— যিনি মানবিক গল্প বলার জন্য পরিচিত। ২০২০ সালে মাত্র ১৫ দিনে, ঘোর করোনাকালে একটি ছোট ও নিবেদিতপ্রাণ দলের সহযোগিতায়, এই চলচ্চিত্রের শুটিং সম্পন্ন হয়েছিল। আরেকটি দৃশ্যে জয়া ও মহসিনা চলচ্চিত্রটিতে জয়া আহসান, মহসিনা আক্তার ছাড়াও বিশেষ উপস্থিতিতে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী।

‘জয়া আর শারমিন’ প্রযোজনা করেছেন নির্মাতা পিপলু আর খান ও অভিনেত্রী জয়া আহসান। চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি।

বলা দরকার, এর আগে পিপলু আর খান প্রশংসা কুড়িয়েছিলেন পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’ নির্মাণ করে। 

/এমএম/
সম্পর্কিত
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
মুক্তি পেল ‘জিম্মি’
মুক্তি পেল ‘জিম্মি’
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
বিনোদন বিভাগের সর্বশেষ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!