ক্ষমতার কাছে হাত না পেতে চলছি: অঞ্জন দত্ত

শিল্পের কোনও একটা গণ্ডিতে নিজেকে আবদ্ধ রাখেননি। শব্দের কলমি যুদ্ধ থেকে সুরেলা কণ্ঠে গান, এর সঙ্গে থিয়েটার-সিনেমায় অভিনয়ে নির্মাণে সমান্তরাল। প্রচলিত ধারা ভেঙেই যেন তার ছুটে চলা। চোখে কালো সানগ্লাস, ঠোটে সিগারেট, কাঁধে ঝোলানো গিটার নিয়ে তার অবিরাম যাত্রা।
 
বলা হচ্ছে সব্যসাচী অঞ্জন দত্তের কথা। ওপার বাংলার এই সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতার জনপ্রিয়তা এ বঙ্গেও যে চূড়ার দিকে, তা বলার অবকাশ নেই। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বয়সের সংখ্যায় ৬৯ বছরে পা রেখেছেন। কিন্তু দেশ-সমাজের প্রচলিত স্রোতের বিপরীতে যার ভাবাদর্শ, তাকে তো বয়সের সংখ্যায় আটকে রাখা যায় না।
 
অঞ্জন দত্ত নিজেও দৃঢ় চিত্তে সে কথাই বললেন। সোজা বাংলায় বৃদ্ধ বয়সে চলে এলেও অবসরের চিন্তা মোটেও করছেন না ‘বেলা বোস’ স্রষ্টা। তার স্পষ্ট দাবি, ‘বয়স ভালোই বেড়েছে। তবে অবসর নেওয়ার লোক আমি নই।’
  
নিজের ৬৯তম জন্মদিন উপলক্ষে নতুন সিনেমার খবর দিয়েছেন অঞ্জন। নাম ‘রিভলভার রহস্য’। গোয়েন্দা গল্পে ছবিটি নির্মাণ করেছেন তিনি। গল্পটাও নিজেরই লেখা। আছেন এতে অভিনয়েও।
 
শুটিংয়ে অঞ্জন দত্তছবিটির বিশেষত্ব নিয়ে অঞ্জন দত্ত নিজের সোশ্যাল হ্যান্ডেলে বললেন, ‘গত এক বছর ধরে, আবার নতুন কিছু করার তাগিদে গল্প লিখে, সেই গল্প প্রকাশ করে, তার থেকেই আমার নিজের গোয়েন্দা সিনেমা। আরও একটা বই প্রকাশ হতে চলেছে আগামী বইমেলায়। নতুন গোয়েন্দা ছবিটি মুক্তি দিতে যাচ্ছি আগামী ২ ফেব্রুয়ারি। আপনারা এগিয়ে এসে সেই নতুন কিছুকে দাঁড় করিয়ে দিতে পারেন। আপনারাই পারেন। যদি প্রথম সপ্তাহ হল ভরাতে পারি, তাহলে ফিল্মটা কিছু দিন হলে চলবে। বাজেটের কিছু টাকা উঠে এলে, আমি আবার সেই গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজ নিয়ে আরও একটা ফিল্ম করতে পারবো।’

২৫ বছর বয়স থেকে গান-সিনেমার ভুবনে মিশে আছেন অঞ্জন দত্ত। সাফল্য-ব্যর্থতা, প্রাপ্তি-অপ্রাপ্তি, প্রশংসা-নিন্দার মধ্য দিয়েই লম্বা এই জার্নি কন্টিনিউ করেছেন তিনি। পেছন ফিরে তাকানোর পর যে উপলব্ধি তার মনে উঁকি দেয়, তা এরকম, ‘আমাকে এতো দিন ধরে নানা কাজের মধ্যে দিয়ে বাঁচিয়ে রেখেছেন আপনাদের আগের প্রজন্ম আর আপনারা। কারোর কাছে আমি মৃণাল সেনের অভিনেতা, খারিজ, অন্তরীণ। কারোর কাছে টেলিফিল্ম আমার বাবা, রনো আর ভিকি। কারোর কাছে বেলা বোস বা বৃষ্টি দেখেছি। কারোর কাছে বং কালেকশন, ম্যাডলি বাঙালি বা লেটস গো কিংবা হয়ত ব্যোমকেশ। কারোর কাছে হয় চলো অঞ্জন। কারোর কাছে নাটক গ্যালিলিও বা সেলসম্যানের সংসার। কারোর কাছে শুধুই, কালো চশমা, মদ, সিগারেট আর দার্জিলিং। কিছু মূল্যবান, কিছু স্বীকৃতি, কিছু ভুল, নানা ব্যর্থতা এবং সফলতার মধ্য দিয়ে চলেছি। নিজের মতো করে। রাজনীতি এড়িয়ে, কোনও ক্ষমতার কাছে হাত না পেতে।’অঞ্জন দত্ত

বলা প্রয়োজন, অঞ্জন দত্তের নতুন সিনেমা ‘রিভলভার রহস্য’তে নিজে ছাড়াও আছেন তনুশ্রী চক্রবর্তী, সুপ্রভাত প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন দত্তপুত্র নীল।