সঙ্গে ওম রিয়া

ফারিয়া আসছেন ১৯ ফেব্রুয়ারি



কিছুটা অনিশ্চিয়তা দেখা দিয়েছিল ‌ফারিয়া, ওম ও রিয়া অভিনীত ছবি 'হিরো ৪২০' নিয়ে। তবে সব আশঙ্কা দূর।নুসরাত ফারিয়া

কারণ দুই বাংলার যৌথ প্রযোজনার এ ছবিটি সোমবার বিকালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।
তাই ১৯ ফেব্রুয়ারির নির্ধারিত তারিখেই ‌'ফারিয়ার' দেশে মুক্তি পাচ্ছে ছবিটি। এর আগে ১২ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছিল এটি।
মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা সংস্থার একাংশ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ।
‘হিরো ৪২০’ ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির। ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া এবং ভারতের ওম এবং রিয়া সেন।
এরইমধ্যে ছবিটির টিজার প্রদর্শিত হচ্ছে ইউটিবে। গত সপ্তাহে অনেকটা আনন্দঘন পরিবেশে ছবিটির অডিও অ্যালবাম প্রকাশিত হয়।
উল্লেখ্য, ভারতে এ ছবিটির মুক্তির ঠিক এক সপ্তাহ পর আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি দেওয়ার কথা থাকলেও প্রিভিউ কমিটির তিন অভিযোগের কারণে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত সব অভিযোগ খণ্ডনের মধ্য দিয়ে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল ছবিটি।রিয়া, ওম, ফারিয়া

/আইএম/এম/