এলো টিনা রাসেলের ভ্যালেন্টাইন উপহার (ভিডিও)

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো বাপ্পা মজুমদার ফিচারিং টিনা রাসেলের গান ‘কিছু নেই যার’। গানটি প্রকাশের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হলো সংশ্লিষ্টদের।

বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউটিউবসহ সংগীতের বিভিন্ন প্ল্যাটফর্মে উন্মুক্ত হয় গানটি। এটি বাপ্পার সুর-সংগীতে ‘বিউটিফুল ভয়েসেস’ প্রজেক্টের প্রথম সিজনের গান। যে গানটির মাধ্যমে এক যুগের ব্যবধানে ফের একসঙ্গে গান করলেন গীতিকবি জুলফিকার রাসেল ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।  

প্রেম আর বিরহে মাখা গানটির কাব্যিক কথাগুলো এমন—

কিছু নেই যার তুমি ছাড়া
কেনো তাকে একলা ছাড়ো!
কী করেছো ক্ষতি আমার 
আসলেই কি বুঝতে পারো?
তোমার কথা ভেবে ভেবে 
নিঃসঙ্গতায় ভুগছি আরও
কী করেছো ক্ষতি আমার 
আসলেই কি বুঝতে পারো?

পুরো গানচিত্রটি দেখা যাবে এখানে ক্লিক করে

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‌‌‘আবার আমি আর জুলফিকার রাসেল একসঙ্গে গান করলাম! এটা ভালো লাগার বিষয়। বরাবরই রাসেল আমার অন্যতম পছন্দের গীতিকবি। তবে নতুন করে মুগ্ধ হয়েছি টিনার কণ্ঠে। খুবই মিষ্টি, গান শেখা কণ্ঠ। ফলে সংগীত পরিচালক হিসেবে আমাদের প্রথম কাজের অভিজ্ঞতা দারুণ। এখন দেখার বিষয় শ্রোতারা কেমন প্রতিক্রিয়া জানান।’

এদিকে বাপ্পা-জুলফি জুটির গান করে দারুণ উচ্ছ্বসিত টিনা রাসেল। তিনি বলেন, ‘এতদিন তাদের গান শুনতাম আর ভাবতাম, আমিও যদি এই জুটির সঙ্গে একটা গান করতে পারতাম! সেই স্বপ্ন আজ পূরণ হলো! নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করছি শ্রোতারা মুগ্ধ হবেন গানটি শুনে।’

এর আগে গত বছর টিনা রাসেল নিজ কণ্ঠে মুগ্ধতা ছড়িয়েছেন নচিকেতার সঙ্গে ‘কি সুন্দর করে বললে’ এবং ইমরানের সঙ্গে ‘ইচ্ছে হলেই দিও’ গান দুটির মাধ্যমে। আর চলতি বছরের শুরুটা হলো বাপ্পা মজুমদারের সঙ্গে ‘কিছু নেই যার’ গানটির মাধ্যমে।

টিনা রাসেল জানান, চলতি বছরের জন্য আরও বেশক’টি গান প্রক্রিয়াধীন রয়েছে ঢাকা ও কলকাতার বিভিন্ন স্টুডিওতে। যা বছরজুড়ে প্রকাশ পাবে। সঙ্গে স্টেজ শোয়ের ব্যস্ততা তো রয়েছেই।টিনা রাসেল