‘‌ফ্রাইডে’ ভীতি ছড়িয়ে সুনামগঞ্জ ‘সুড়ঙ্গ’-এ...

ফ্রেমের বাইরে নির্মাতা রায়হান রাফী এবং অভিনেত্রী তমা মির্জাকে নিয়ে চর্চার যেন অন্ত নেই। যার পাল্লা বরাবরই ঝুঁকে থাকে নেতিবাচক দিকে। অথচ পর্দায় রাফী+তমা রসায়ন দেখে সেই সমালোচকরাই শতভাগ বিপরীত! প্রকাশ করেন মুগ্ধতা।

‘খাঁচার ভিতর অচিন পাখি’ দিয়ে প্রথম চমকে দেয় এই জুটি। মাঝে যা করেছেন, সবই যেন ফুটেছে ফুল হয়ে। তাদের শেষ কাজ ‘ফ্রাইডে’ ফিল্ম। যাকে এরই মধ্যে ডাকা হচ্ছে বাংলাদেশের সেরা ডার্ক থ্রিলার নামে। এতোটা নিপুণ-ভয়ংকর কাজ এর আগে নাকি এই বাংলায় হয়নি, দাবি করছেন বেশিরভাগ দর্শক। 

অন্তর্জালজুড়ে এখন সেই আলোচনাই চলছে, যদিও সেসব ছাপিয়ে রাফী+তমা এরমধ্যে ঢুকে পড়লেন আলোচিত ‘সুড়ঙ্গ’-এ। শনিবার (৪ মার্চ) এই জুটি ঢাকা ছাড়েন দূর সিলেট অঞ্চলের সুনামগঞ্জে। আজ (৫ মার্চ) ভোর থেকে শুরু করেন শুটিং।

আফরান নিশোর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা এটি। রাফী+তমারও প্রথম পূর্ণদৈর্ঘ্য এটি। তমা-নিশোর প্রথম পর্দাজুটি এটি। ফলে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সর্বস্তরে। এমনটি অনেকে আগাম এটাও বলতে চাইছেন, এই ছবিটি রাফী-রাজ-মীম-ইয়াশের ‘পরাণ’ ছবিকেও হার মানাবে। 

এরমধ্যে সেট থেকে ‘সুড়ঙ্গ’র প্রথম স্থিরচিত্র প্রকাশ করলেন রাফী। যেখানে দেখা যায়, ক্ল্যাপস্টিক হাতে নিজের মুখ ঢেকে দাঁড়িয়ে আছেন আফরান নিশো। হাতে প্রবাসীদের মতো ক্যাসিও ঘড়ি, আঙুলে পাথরের আংটি এবং পরনে ডোরাকাটা শার্ট। যদিও সিনেমার গল্প কিংবা নিশোর চরিত্র প্রসঙ্গে কোনও তথ্য দেননি নির্মাতা।

তমা মির্জা/ ছবি: ফেসবুকসুনামগঞ্জ থেকে রায়হান রাফী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে শুরু করলাম নতুন মিশন। সব ঠিকঠাক চলছে। সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম মিলিয়ে আমরা টানা ৩০ দিন শুট করার পরিকল্পনা নিয়েছি। সব ঠিক থাকলে এরমধ্যে আশা করছি মাঠ পর্যায়ের কাজ শেষ হবে।’     

অন্যদিকে তমা মির্জা বলেন, ‘করোনার পরে আবারও বড় পর্দার জন্য কাজ শুরু হলো আজ (৫ মার্চ) থেকে, এটা আনন্দের। সেই সাথে আমার সব থেকে কাছের মানুষ ও বন্ধু রাফীর সিনেমায় কাজ করতে পারাটাও আমার কাছে বড় প্রাপ্তি। আর শুধু তো রাফী বা আমি না; নিশো ভাইয়ের মতো কো-আর্টিস্ট পেয়েছি। অনেকের ড্রিম থাকে নিশো ভাইয়ের সাথে কাজ করার। আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সবার কাছে দোয়া চাই, যেন পুরো কাজটা পরিকল্পনামাফিক শেষ করতে পারি।’

‘সুড়ঙ্গ’ নির্মাণ হচ্ছে চরকির সঙ্গে যৌথভাবে আলফা আই স্টুডিওজের ব্যানারে।আফরান নিশো/ ছবি: মামাগ্রাফি