চলছে টার্কিশ সিনেমার বাংলা উৎসব

দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে বাংলা ডাবিং করা টার্কিশ সিনেমা উৎসব। যার শুরুটা হলো বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে চরকিতে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। 

প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি জানান, এ উপলক্ষে চরকি প্ল্যাটফর্মে বৃহস্পতিবার ‘টার্কিশ ডেলাইট’ নামে বিশেষ একটি বিভাগ যোগ করা হয়েছে। যাতে স্থান পেয়েছে বাংলায় ডাবিং করা বেশ কিছু আলোচিত টার্কিশ ছবি।

এরমধ্যে রয়েছে ‘ট্রাভেল মেটস’ ও ‘ট্রাভেল মেটস ২’।

অনুর ও শেরেফ দুজনে খুব অদ্ভুতভাবে একটি গাড়িতে সহযাত্রী হয়। তাদের গন্তব্যে যাওয়ার পথে ঘটতে থাকে নানা ঘটনা। ঘটনা-দুর্ঘটনার মধ্যে দিয়ে এই যাত্রার পরে অপরিচিত মানুষ দুটি খুব ভালো বন্ধুও হয়ে যায়। এই গল্পটি ২০১৭ সালে মুক্তি পাওয়া টার্কিশ সিনেমা ‘ট্রাভেল মেটস’ সিনেমার।  

২০১৮ সালে এই সিনেমার একটি সিকুয়েল মুক্তি পায় ‘ট্রাভেল মেটস ২’ নামে। এক বছরের মধ্যে অনুর ও শেরেফ দুজনেই হাউজমেট ও সহকর্মী হয়ে ওঠে। এই সিনেমাতেও তাদের একটি সফরের গল্প দেখানো হয়েছে। এই সফরের ঘটে যায় নানা অ্যাডভেঞ্চার ও কমেডি।

‘ট্রাভেল মেটস ২’ বেদ্রান গুজেল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ইব্রাহিম বুয়ুকাক, ইজগি আইবোগলু, ওগুজান কোচ, ওলগুন টোকারসহ অনেকে।

টার্কিশ সিনেমা উৎসবে আরও রয়েছে ‘সর আপেল’, ‘হুইসপার ইফ আই ফরগেট’, ‘ওয়ানস আপন আ টাইম ইন আনাটোলিয়া’, ‘মিরাকেল ইন সেল নং ৭’-এর মতো বিখ্যাত ছবিগুলো।

এছাড়াও এই উৎসবে স্থান পেয়েছে চরকি অরিজিনাল ট্রাভেল শো ‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’। ৬ পর্বের এই সিরিজে তারকা জুটি শেহ্ওয়ার-মারিয়া তাদের স্টাইলে তুরস্ক ঘুরিয়ে দেখান। যেখানে তুরস্কের তিনটি বিখ্যাত শহরে ঘুরতে গিয়ে তাদের সাথে বিভিন্ন ঘটনা ঘটে। এছাড়া এই দম্পতির মজার খেলা, স্থানীয় লোকদের সাথে নানান গল্প, অভিজ্ঞতা আর অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে তুরস্ককে নতুনভাবে দেখতে পারবে দর্শক। ‘ট্রাভেল মেটস ২’