প্রিয়তি এখন মিস আর্থ ইন্টারন্যাশনাল

সম্প্রতি প্রিয়তির ক্যারিয়ারে আরেকটি পালক যোগ হলো। মিজ আয়ারল্যান্ডখ্যাত বাংলাদেশের এ মেয়ে এবার পেলেন ‘মিস আর্থ ইন্টারন্যাশনাল’ খেতাব। 

প্রিয়তি। ছবি: সাজ্জাদ হোসেন।প্রিয়তি এখন পৃথিবী বসবাসযোগ্য করে তোলা, অবহেলিত শিশু ও নারীদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সচেতনতামূলক কাজ করে চলেছেন পৃথিবীর পথে পথে। এমনকি চলতি মাসে তিনি ঢাকায় বসন্ত উৎসবের দিনেও রক্তদান করেছেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য।
এমন সব সামাজিক কাজের জন্য মিস আর্থ কর্তৃপক্ষ এবার স্বীকৃতি দিল এ নারীকে। এখন থেকে প্রিয়তির নতুন পরিচয়— মিস আর্থ ইন্টারন্যাশনাল। ১৬ ফেব্রুয়ারি এক ঘোষণায় এ কথা জানায় তাদের অফিসিয়াল সাইট। সেখানে তাকে মিস আর্থ ইন্টারন্যাশনাল হিসেবে ঘোষণা করা হয়।
প্রিয়তি বলেন, ‘সত্যিই এটা অনেক সম্মান ও উৎসাহের। এতে করে মানবিক কাজের প্রতি অনেকের আগ্রহ জন্মাবে।’
প্রিয়তি রবিবার ২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহীদদের সম্মানে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর ২২ তারিখ আয়ারল্যান্ডের ডাবলিনের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
/এম/এমএম/