ঈদে রিপন রহমানের চার চমক

টিভি ইন্ডাস্ট্রিতে রিপন রহমানের কাজের অভিজ্ঞতা এক যুগেরও বেশি। তবে নির্মাণে তিনি এখনও নবীন। ২০২১ সাল থেকে নিয়মিত নির্মাণ করছেন নাটক। পাচ্ছেন সফলতাও। 

সেই ধারাবাহিকতায় এবারের ঈদে তিনি হাজির হচ্ছেন চার ঘরানার চারটি নির্মাণ নিয়ে। যেখানে তিনি কাজ করেছেন ভিন্ন ভিন্ন গল্পে সময়ের জনপ্রিয় শিল্পীদের নিয়ে। নাটকগুলো হলো যথাক্রমে ‘গোলেমালে চণ্ডীপাঠ’, ‘হুলস্থূল প্রেম’, ধোঁকাবাজ’ এবং ‘রুম ডেট’।

রিপন রহমান জানান, তন্ময় মুক্তাদিরের রচনায় ‘গোলেমালে চণ্ডীপাঠ’ নাটকটি দেখা যাবে এনটিভিতে। ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭টা ৫৫ মিনিটে। এতে অভিনয় করেছেন আরশ খান, তানিয়া বৃষ্টি, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ।

অন্যদিকে ঈদের ৭ম দিন মাছরাঙা টিভিতে রাত ১০টা ২০ মিনিটে সম্প্রচার হচ্ছে মেজবাহউদ্দীন সুমনের রচনায় ‘হুলস্থূল প্রেম’। এতে অভিনয় করেছেন জাহের আলভী, তিথি, মনিরা মিঠু, শহীদুন নবী প্রমুখ। আর রাজীব আহমেদের রচনায় ‘ধোঁকাবাজ’ নাটকটি সরাসরি উন্মুক্ত হবে ঈদের ৫ম দিন রংঢং নামের ইউটিউব চ্যানেলে। এতে অভিনয় করেছেন আরশ খান, ফারিয়া শাহরিন প্রমুখ।

এছাড়াও আবীর ফেরদৌসের চিত্রনাট্যে ‘রুম ডেট’ নাটকটি প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই-এ। এতে অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার, মুনমুন আহমেদ প্রমুখ।

‘গোলেমালে চণ্ডীপাঠ’ নাটকের শুটিংয়ে আরশ খান ও শহীদুজ্জামান সেলিম, ডানে রিপন রহমানঈদের চার নাটক প্রসঙ্গে রিপন রহমান বলেন, ‘নির্মাণে নিয়মিত হওয়ার পর এবারই প্রথম একসঙ্গে চারটি নাটক প্রচার হচ্ছে আমার। যদিও আমি কোয়ানটিটিতে আগ্রহী নই। ভালো গল্প বলার আগ্রহটাই আমার বেশি। এবারের চারটি নাটকের গল্প পুরোপুরি আলাদা। আশা করছি দর্শকরা আরাম পাবেন কাজগুলো দেখলে।’