প্রথম দুই দিন বলিউডের অনেকেরই দেখা মিলেছে লালগালিচা হয়ে ভারতীয় প্যাভিলিয়নে। কিন্তু দেখা মিলছিল না ভারতের কাঙ্ক্ষিত বড় তারকা ঐশ্বরিয়া রাইয়ের। অথচ খবর মিলেছে, উদ্বোধনী দিনেই জেট বিমান থেকে কানে পা পড়েছে বচ্চন-বধূর, সঙ্গে কন্যা আরাধ্য বচ্চন।
সেই খবর গুজব হিসেবে ধরে নিয়ে হতাশায় ভুগছিল যখন পালে দে ফেস্টিভ্যালের বলিউডপ্রেমীরা, তখনই উৎসবের তৃতীয় দিনে এসে অ্যাশ চমকে দিলেন সবাইকে। ১৮ মে বিকালে (কানের স্থানীয় সময়) লালগালিচা যেন আরও গাঢ় হয়ে ধরা দিলো। যথারীতি এবারও ঐশ্বরিয়া দেখালেন ফ্যাশন চমক। যেমনটা গত তিন দিনে ধরা পড়েনি।
এ যেন অভিষেকেই ঐশ্বরিয়া চমক! না, আরাধ্যর বাবা বচ্চনপুত্র অভিষেক আসেননি কান কিংবা লালগালিচায়।
এবারই প্রথম নয়, এর আগে আরও ২০ বার কান-গালিচা মাড়িয়েছেন এই অভিনেত্রী। তবে ৭৬তম কান উৎসবে প্রথম ঝলকটা সত্যিই রাজকীয় হয়েছে ‘তাল’ নায়িকার ফ্যাশন চমকে। উৎসবের উদ্বোধনী আসরে (১৬ মে) ঠিক এমনই সোরগোল হয়েছিলো জনি ডেপকে ঘিরে। তার তিন দিনের মাথায় (১৯ মে) কানের লালগালিচায় যেন ফের প্রাণ ফিরে এলো ঐশ্বরিয়ার গেটআপে।
এদিকে দ্বিতীয় দিনের পর বৃহস্পতিবার (১৮ মে) আবারও লালগালিচায় পা মাড়িয়েছেন বলিউডের আরেক নায়িকা উর্বশী রাউতেলা। অন্যদিকে সারা আলি খানকে পাওয়া গেছে উৎসবের প্রথম দিনই। এর বাইরে এবার এখনও খবর মেলেনি কান-গালিচার ভারতীয় নিয়মিত মুখ দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার। তবে খবর মিলছে এবার লালগালিচা মাতাতে আসছেন সানি লিওনি!
দক্ষিণ ফ্রান্সের কানসৈকতে ৭৬তম এই ঐতিহাসিক উৎসবের পর্দা নামবে ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’।