খেতে পছন্দ করি, রান্নায় দক্ষ নই: প্রিয়াঙ্কা

সৌন্দর্যে জয় করেছিলেন বিশ্ব। হয়েছিলেন ‘মিস ওয়ার্ল্ড’। এরপর অভিনয়ে প্রথমে বলিউড, অতঃপর হলিউড জয় করলেন। এখন তার খ্যাতি বিশ্বজুড়ে। তিনি প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের বাইরে তিনি সামাজিক-সেবামূলক কাজেও সময় দেন। এছাড়া স্ত্রী এবং মা হিসেবেও পালন করছেন দায়িত্ব।

তবে রান্নায় একেবারেই দক্ষ নন প্রিয়াঙ্কা। খেতে ভালোবাসলেও সেই খাবার বানাতে সিদ্ধহস্ত নন তিনি। কারণ বাবার উৎসাহে তিনি রান্না শেখেননি। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই জানালেন দেশি গার্ল।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি সব ধরনের খাবার খেতে পছন্দ করি। কিন্তু সেটা তৈরি করতে মোটেও দক্ষ নই। রান্নাশিল্প আমাকে স্যুট করে না। সেজন্য এটাকে দূরেই রাখি।’

উপমহাদেশের নারীরা ছোটবেলা থেকেই পারিবারিক ও সামাজিক নিয়মে রান্না শেখে। অনেকটা অলিখিত নিয়ম যে, নারীরাই রান্না করবে। তবে সময়ের সঙ্গে এই ধারনায় পরিবর্তন আসছে। এখন নারীরা শুধু রান্নাঘরে বন্দী না থেকে বাইরে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। সে বিষয়টি মাথায় রেখেই প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া তার মেয়েকে কিচেন থেকে দূরে রেখেছিলেন।

প্রিয়াঙ্কা চোপড়াপ্রিয়াঙ্কা বলেন, “আমার বাবা একটি রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। দেখেছেন কীভাবে নারীদের এটা বোঝানো হতো যে, রান্নাঘরে থাকাই তাদের কাজ। এটা একটা সামাজিক চাপ ছিল। তিনি চাননি, আমিও এভাবে বেড়ে উঠি। এজন্য আমাকে রান্নায় নিরুৎসাহিত করতেন। বলতেন, ‘রান্নাঘরে কী করছো? বেরিয়ে আসো।’ ফলে রান্নাটা আমি কখনও শিখিনি।”

প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে হলিউড সিরিজ ‘সিটাডেল’ ও সিনেমা ‘লাভ এগেইন’-এ। এর মধ্যে সিরিজটি গত এপ্রিলে এবং ছবিটি মুক্তি পায় ৫ মে। বর্তমানে তার হাতে রয়েছে ‘হেডস অব স্টেট’ নামে আরেকটি হলিউড ছবি। এছাড়া বলিউডে তাকে দেখা যাবে ‘জি লে জারা’ সিনেমায়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস