এ সপ্তাহের ছবি

২১ প্রেক্ষাগৃহে ‘যেমন জামাই তেমন বউ’

এক সপ্তাহের ব্যবধানে প্রেক্ষাগৃহে আসছে দেশের নতুন সিনেমা। এর নাম ‘যেমন জামাই তেমন বউ’। মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবিটি শুক্রবার (৯ জুন) ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ছবির পরিচালক।

নির্মাণের অভিজ্ঞতা ও ছবিটি সম্পর্কে প্রত্যাশার কথা জানিয়ে মনতাজুর রহমান আকবর বললেন, ‘খুব ভালো আয়োজনে আমরা ছবিটা বানিয়েছি। এর গল্পটা ফ্যামিলি ড্রামা ধাঁচের। এই ধরনের সিনেমা যখনই তৈরি হয়েছে, দর্শক দেখেছে। আমার প্রত্যাশা এবারও দর্শক পরিবার-স্বজন নিয়ে হলে যাবেন।’

সাম্প্রতিক সময়ে ছবি মুক্তি পেলে নায়ক-নায়িকা কিংবা নির্মাতা দলবল নিয়ে হলে হলে দর্শক প্রতিক্রিয়া দেখতে যান। এমন কোনও প্ল্যান আছে কিনা জানতে চাইলে মনতাজুর রহমান আকবরের জবাব, ‘ডিপজল সাহেব তার সহযোগীদের নিয়ে চিত্রামহলে যাবেন। শুক্রবার বিকাল ৩টার শোতে উপস্থিত থাকবেন।’

ছবির একটি দৃশ্য‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে জামাই তথা নায়কের ভূমিকায় আছেন ডিপজল; আর তার বউ অর্থাৎ নায়িকা মৌ খান। এছাড়াও অভিনয় করেছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খান প্রমুখ।

বেশ কিছু দিন আগেই ছবিটির পোস্টার-ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেগুলো দেখে দর্শক যে সন্তুষ্ট হতে পারেনি, তার প্রমাণ মন্তব্যের ঘরেই পাওয়া যায়। এ ধরনের ছবি এখন আর দর্শক দেখে না বলেই মনে করেন তারা। যদিও ছবি সংশ্লিষ্টদের প্রত্যাশা বরাবরই ইতিবাচক।

ছবির ট্রেলার: