বিচ্ছেদের গুঞ্জন উসকে অসিনের মুখে ভিন্ন সুর!

সাত বছরের সংসার। একটি কন্যা সন্তানও রয়েছে। সংসারের জন্য ছেড়েছেন নিজের ঝলমলে অভিনয় জীবন। অথচ সেই সংসারই কিনা বিচ্ছেদের মুখে! বলা হচ্ছে ভারতীয় অভিনেত্রী অসিনের কথা। শোনা যাচ্ছে, শিল্পপতি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রীর।

গুঞ্জনের সূত্রপাত অসিনের কাছ থেকেই। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হঠাৎ স্বামী রাহুল শর্মার সব ছবি মুছে দিয়েছেন তিনি। এমনকি বিয়ের ছবিও রাখেননি। এরপর থেকেই জল্পনা শুরু, তবে কি অসিন-রাহুলের সংসারে ভাঙন?

না, গুঞ্জন উসকে দিয়ে ভিন্ন সুরেই মুখ খুললেন অসিন। জানালেন, রাহুলের সঙ্গে তার সম্পর্ক ঠিকঠাক আছে। এমনকি তারা ঘরে বসে একসঙ্গে পরিবার পরিকল্পনা করছেন।

বুধবার (২৮ জুন) ইনস্টাগ্রাম স্টোরিতে অসিন লিখেছেন, ‘গ্রীষ্মের ছুটির মাঝামাঝিতে আছি এখন। একেবারে একে-অপরের সামনে বসে নাস্তা খাচ্ছি। এর মধ্যে কিছু কল্পিত, ভিত্তিহীন নিউজ আসছে। আমরা যখন ঘরে বসে পরিবার নিয়ে পরিকল্পনা করছি, তখন শুনলাম আমরা নাকি বিচ্ছেদ করে ফেলছি! সত্যি? প্লিজ ভালো কিছু করুন।’

সবশেষে অসিন বলেন, ‘অবকাশের পাঁচটি মিনিট নষ্ট হওয়ায় আমি হতাশ। তোমাদের দিন শুভ হোক।’

অসিন ও রাহুল শর্মাপ্রশ্ন হলো, আচমকা রাহুলের সব ছবি ইনস্টাগ্রাম থেকে মুছলেন কেন অভিনেত্রী? জানা যায়, অতীতেও তিনি এমনটা করেছেন। মাঝেমধ্যেই পরিবারের ছবি মুছে দেন সোশ্যাল হ্যান্ডেল থেকে। পরে আবার শুধরে নেন।

উল্লেখ্য, ১৫ বছর বয়সে দক্ষিণী সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু হয় অসিনের। তামিল, তেলুগু, মালায়লাম ইত্যাদি ছবিতে অভিনয়ের পর ২০০৮ সালে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবি ‘গজনি’তে বাজিমাত করেন। এরপর আরও বহু সফল ছবিতে দেখা গেছে তাকে।

কিন্তু ২০১৬ সালে রাহুল শর্মার সঙ্গে বিয়ের পর অভিনয় ছেড়ে দেন অসিন। এক বছরের মাথায় কন্যা সন্তানের মা হন তিনি। সেই থেকে সংসার ও কন্যাকে নিয়েই তার যত ব্যস্ততা।

সূত্র: হিন্দুস্তান টাইমস