একসঙ্গে সিনেমা মুক্তির কারণে শাকিব খান ও আফরান নিশোর ভক্তরা এখন বিভক্ত। সোশ্যাল মিডিয়ায় তাদের যৌক্তিক তর্ক-বিতর্ক যেমন চলছে, তেমনি তা গড়াচ্ছে নোংরা কাদা ছোড়াছুড়িতেও। এরমধ্যে আবার দুটি সিনেমার টিম থেকেই উঠলো বিপরীতমুখী অভিযোগ। ফলে মুখ ফুটে না বললেও শাকিব খান ও আফরান নিশো এই মুহূর্তে লড়াকু অবস্থানে!
সেই আঁচ আরেকটু গাঢ় হলো নিশোর একটি মন্তব্যে। যেখানে তিনি ‘বিয়ে-বউ’ ইস্যুতে খোঁচা মেরেছেন। অনেকের ধারণা, সেই খোঁচার নিশানায় শাকিব খান।
সোমবার (৩ জুলাই) বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। সিনেমার পাইরেসি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্যই তারা একত্রিত হন। সেখানেই প্রাসঙ্গিকভাবে অন্যান্য বিষয় উঠে আসে।
একদিকে প্রথম সিনেমা, আরেক দিকে ঈদের মতো উৎসব আর শক্ত প্রতিদ্বন্দ্বী; এসব কারণে চাপ অনুভব করেছেন কিনা, এমন প্রশ্ন করা হয় নিশোকে। জবাবে তিনি বলেন, ‘চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কীসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি।’
এরমধ্যেই এক গণমাধ্যমকর্মী বললেন, ‘বয়সটা বলে দিলেন!’ তখন এলো নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি। সেটা এরকম, ‘বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না।’
তবে মন্তব্যটিকে নিশো সামলে নেন এভাবে, ‘এসব ধারণা অনেক আগে ছিল যে তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখা-সাক্ষাৎ করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।’
উল্লেখ্য, রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। আলফা আই ও চরকি প্রযোজিত ছবিটি ঈদের দিন থেকে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে চলছে। প্রায় সব হলেই ছবিটি হাউজফুল যাচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।