এই ঢাকা তো এই কলকাতা, জয়া আহসান কখন কোন শহরে থাকেন, তা ঠাহর করা মুশকিল বটে। এরমধ্যে আবার সুযোগ বুঝে উড়াল দেন অন্য দূর দেশে, ভ্রমণে। এই যেমন সম্প্রতি ঘুরে এলেন যুক্তরাজ্য থেকে।
এত সব ব্যস্ততার ভিড়ে দেওয়া কথা রাখতে ভোলেন না দুই বাংলার দেবী। যেটার প্রমাণ মিললো সোমবার (১০ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে। সেখানে চলছে বুয়েট ফিল্ম সোসাইটির আয়োজনে চলতরঙ্গ সিনেসপ্তাহ।
পাঁচ দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় দেখানো হয় যুবরাজ শামীম নির্মিত ‘আদিম’। যেটি বিখ্যাত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছে। গত ২৬ মে মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও। তবে দেশে না থাকায় সেটি দেখার সুযোগ পাননি জয়া আহসান। তাই যুবরাজের কাছে অভিনেত্রী বলে রেখেছিলেন, যখন ঢাকায় ফের ‘আদিম’র প্রদর্শনী হবে, তাকে যেন জানানো হয়। তিনি ছবিটি দেখতে চান।
স্রেফ বলার জন্য বলা না, সত্যিকার অর্থেই ‘আদিম’ দেখতে চেয়েছেন জয়া। তাই বুয়েটে ছবিটির প্রদর্শনীর কথা শুনে ছুটে গেছেন। চমকে দিয়েছেন উপস্থিত দর্শক-সংশ্লিষ্টদের।
ছবিটি দেখার পর জয়া আহসান তার অনুভূতি বর্ণনা করেছেন এভাবে, “অনেক দিন ধরেই ‘আদিম’ দেখবো দেখবো ভাবছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। বুয়েটে শো’র কথা শুনেই ছবিটি দেখতে এলাম। দর্শকের সাথে বসে যখন ‘আদিম’ দেখছিলাম, তখন সব কিছু বাদ দিয়ে শুধু ছবিটাই দেখতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা ট্রিপ। অনেক দিন পর একটি সৎ সিনেমা দেখলাম!”
উল্লেখ্য, বুয়েট ফিল্ম সোসাইটির এই পাঁচ দিনব্যাপী আয়োজনে ‘আদিম’র আরও একটি শো থাকছে। সেটা দেখানো হবে বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। ৫০ টাকা টিকিট মূল্যে ছবিটি দেখা যাবে।
বলা দরকার, ‘আদিম’ নির্মিত হয়েছে গণ-অর্থায়নে। টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে এর শুটিং। এতে অভিনয় করেছেন সেই বস্তির বাসিন্দা বাদশা, দুলাল সোহাগী, সাদেক প্রমুখ।