একটা পুতুল; যেটার সঙ্গে বিশ্বজোড়া কোটি কোটি মানুষের শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। এর নাম বার্বি। এই পুতুল নিয়ে ছোটবেলায় খেলেনি, এমন শহুরে মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই বার্বি পুতুলকে ঘিরেই এবার নির্মিত হলো সিনেমা। কল্পিত কাহিনিতে বানানো সিনেমাটি নির্মাণ করেছেন গ্রেটা গারউইং। শুক্রবার (২১ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আলোচিত সিনেমাটি।
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের পর্দায়ও উঠেছে ‘বার্বি’। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় মাল্টিপ্লেক্সটির মহাখালী শাখায় আয়োজন করা হয় বিশেষ প্রিমিয়ার। যেখানে অংশ নেনে ‘বার্বি’র অভিনেতা রমজান মিয়া। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা।
এদিকে ‘বার্বি’তে কাজের অভিজ্ঞতা জানিয়ে রমজান মিয়া বললেন, “আমরা তিন মাস ধরে শুটিং করেছি। প্রতিদিনই অন্যান্য শিল্পী-কুশলীর সঙ্গে দেখা হয়েছে। আমি এই ছবিতে একজন অভিনেতা ও নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছি। আমার অভিজ্ঞতা অসাধারণ ছিল। ছবিতে আমি বাংলাদেশি ‘কেন’ (সিনেমার চরিত্র) হিসেবে প্রতিনিধিত্ব করেছি। সিনেমাটা খুব স্পেশাল। এটা দেখে আপনি আনন্দিত হবেন, আপনার মন খারাপ হবে, আপনি উচ্ছ্বসিত হবেন; সব মিলিয়ে এটি সুন্দর একটি সিনেমা।”
উল্লেখ্য, ‘বার্বি’ সিনেমায় মূল বার্বির ভূমিকায় অভিনয় করেছেন মারগট রবি। এছাড়া ব্যতিক্রম সব বার্বির চরিত্রে দেখা যাবে কেট মাককিনন, ইসা রাই, হারি নেফ, এমা ম্যাকি, আনা ক্রুজ কেইন-সহ বেশ কয়েকজনকে। ছবির মূল ‘কেন’ চরিত্রে আছেন হলিউড তারকা রায়ান গসলিং। একই চরিত্রে আরও অভিনয় করেছেন কিংসলে বেন-আডির, সিমু লিউ, স্কট ইভানস, রব ব্রাইডন, জন সিনা প্রমুখ। ১৪৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই সিনেমা পরিবেশনা করছে ওয়ার্নার ব্রাদারস পিকচারস।