X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

হলিউড-বলিউড ছাপিয়ে ১ নম্বরে ‘তুফান’!

বিনোদন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:০২আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮

বছর শেষে বক্স অফিস থেকে জানা গেলো দারুণ তথ্য। হলিউড-বলিউডের ব্লকবাস্টার ছবিগুলোকে ছাপিয়ে সফল ১০ সিনেমার তালিকায় এক নম্বরে উঠে এলো রায়হান রাফীর ‘তুফান’! এই তালিকায় আরও স্থান পেয়েছে হিমেল আশরাফের ‘রাজকুমার’ ও অনন্য মামুনের ‘দরদ’।

তিনটি ছবির নায়কই একজন, শাকিব খান।

২৬ ডিসেম্বর রাতে সারা বছরের হিসাব কষে এই তালিকাটি প্রকাশ করেছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। বলা দরকার, দেশে কোনও বক্স অফিসের অস্তিত্ব নেই। ফলে বছর শেষে স্টার সিনেপ্লেক্সের হিসাবটাই মূলত দেশের সিনেমা শিল্পের অলিখিত বক্স অফিসের প্রতিচ্ছবি মেলে।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বছরজুড়ে তাদের মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউড, বলিউড ও ঢালিউডের ছবি। সেখান থেকে টিকিট বিক্রির বিচারে বছরের সেরা ১০টি ছবির তালিকা করেছে স্টার কর্তৃপক্ষ। তালিকাটি এমন, ১. তুফান, ২. ডেডপুল অ্যান্ড উলভারিন, ৩. ডাংকি, ৪. গডজিলা ও কং, ৫. ক্রু, ৬. মোয়ানা ২, ৭. ভেনম, ৮. কুং ফু পান্ডা ৪, ৯. রাজুকমার এবং ১০. দরদ।  

সেরা দশ ছবির তালিকা হিসাব মতে, ২০২৪ সালে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দেশি-বিদেশি ছবিগুলোর মধ্যে সেরা দশে স্থান পাওয়া তিনটি ছবি বাংলাদেশের, পাঁচটি ছবি হলিউডের এবং দুটি ছবি বলিউডের!

বছর শেষে উঠে আসা এই হিসাব প্রসঙ্গে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘এ বছর ‘তুফান’ই একমাত্র সিনেমা, যা ব্যবসার বিচারে সবকিছু ছাপিয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের গত ২০ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে এই ছবিটি। এবার বলিউডের সিনেমা আশাতীত ফ্লপ গেছে। হলিউডের সিনেমা আহামরি চলেনি।’

বলা দরকার, ২০২৪ সালে ঢালিউডের ৫৩টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।

/এমএম/
সম্পর্কিত
একসঙ্গে হলিউডের ৪ সিনেমা বাংলাদেশে
এ সপ্তাহের সিনেমাএকসঙ্গে হলিউডের ৪ সিনেমা বাংলাদেশে
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে গ্রেফতার ৩
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে গ্রেফতার ৩
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা