‘তুমি হলে এই পৃথিবীর লবণ’

মার্কিন অভিনেত্রী ও ব্যবসায়ী কাইলি জেনার। নানা কারণে তিনি অনন্য। মাত্র ২১ বছর বয়সে (২০১৯ সাল) বিলিয়নিয়ার হয়ে তাক লাগিয়েছেন বিশ্বকে। ইনস্টাগ্রামে ৩৯৮ মিলিয়ন ফলোয়ার বুঝিয়ে দেয়, দুনিয়াজুড়ে তার ভক্ত কত।

গত ১০ আগস্ট ২৬-এ পা রেখেছেন কাইলি। ১৯৯৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বিশেষ দিনে দুটি বিশেষ শুভেচ্ছাবার্তা পেয়েছেন এই তরুণ প্রভাবশালী নারী। যেগুলো দিয়েছেন তার হাফ-সিস্টার (একই মায়ের সন্তান) কিম কার্দাশিয়ান ও ক্লোয়ি কার্দাশিয়ান।
 
কাইলি জেনারইনস্টাগ্রামে কাইলি জেনারের সঙ্গে তোলা পুরনো দুটি ছবি পোস্ট করে কিম লিখেছেন, ‘মাই বেবি! আমি এসব ছবি দেখি আর আমার হৃদয় গলে যায়। তুমি সবসময় বোকাবোকা ছিলে, তবে জীবনে কী চাও, সেটা ঠিকই জানতে। তুমি কখনও বিচলিত হওনি, যেমনটা আজও রয়েছ। সবচেয়ে সুন্দর চোখ তোমার। আমি এখনও শিশু কাইলির কণ্ঠস্বর শুনতে পাই। তোমার বড় বোন হতে পেরে আমি আনন্দিত এবং যত যা-ই হোক, সবসময় আমাকে পাশে পাবে। শুভ জন্মদিন।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kim Kardashian (@kimkardashian)

ক্লোয়ি কার্দাশিয়ানের বার্তা অবশ্য অনেক বড়। কাইলিকে তিনি ‘সব মায়ের মা’ বলে সম্বোধন করেছেন। সঙ্গে বলেছেন, কাইলি হলেন সেই নারী, যিনি সবাইকে এটুকু অনুভব করাতে পারেন যে, ‘পুরো পৃথিবী তোমার পাশে আছে।’

ক্লোয়ির ভাষ্য, ‘তুমি হলে নিরাপদ আশ্রয়। এমন একটি আশ্রয়, যেখানে ভালোবাসা ও নির্মলতা আছে। শুভ জন্মদিন মিষ্টি কাইলি। আমার এসব বলার প্রয়োজন নেই জানি, তবু বলছি, তুমি যেমন আছো, ঠিক তেমনই থাকো। তুমি ভালোবাসা, শান্তি, ধৈর্য, মাধুর্য... আমি আরও বলে যেতে পারবো। তুমি হলে এই পৃথিবীর লবণ। আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি। তোমার ধৈর্য ও বিশ্বাসের শক্তি দেখে আমি অনেক কিছু শিখেছি। আমাদের একে-অপরের মধ্যকার এই বন্ধনের জন্য আমি চিরকাল সৃষ্টিকর্তার কাছে ঋণী থাকবো।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Khloé Kardashian (@khloekardashian)

উল্লেখ্য, কিম, ক্লোয়ি ও কাইলি, তিনজনের মা ক্রিস জেনার। তিনি একজন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী। এর মধ্যে কিম ও ক্লোয়ির বাবা হলেন রবার্ট জর্জ কার্দাশিয়ান। এরপর ক্রিস বিয়ে করেন ব্রুস জেনারকে। এই সংসারে জন্ম নেন কাইলি ও কেন্ডাল জেনার।কাইলি জেনার

সূত্র: পিপল ম্যাগাজিন