X
শনিবার, ১৪ জুন ২০২৫
৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক
১২ মে ২০২৫, ১৪:১৬আপডেট : ১২ মে ২০২৫, ১৬:০৬

কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিবাদে ভারত হামলা চালায় পাকিস্তানে। এটি নিয়ে সাধারণ মানুষের মতো দুই দেশের শোবিজ তারকারাও সরব ছিলেন। এমনকি বলিউডে কাজ করা অভিনয়শিল্পী থেকে শুরু করে সংগীতশিল্পীরাও ভারতের এই হামলাকে ধিক্কার জানিয়েছেন।

পাকিস্তানের বেশকিছু অভিনেতা-অভিনেত্রী কাজ করেন বলিউডে। বলা যায়, তাদের ক্যারিয়ারই এখন বলিউডে। কিন্তু দেশের এই ঘোর বিপদে তারা ক্যারিয়ারের কথা চিন্তা না করে পাশে দাঁড়িয়েছেন নিজ দেশের।

এতে করে বলিউডে কাজ করার সুযোগ প্রায় হারাতে বসেছেন তারা। এই যেমন ‘সনম তেরি কসম’ সিনেমার পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন সিনেমার দ্বিতীয় কিস্তি থেকে বাদ পরেছেন। ‘সনম তেরি কসম’ সিনেমায় মাওরা ও হর্ষবর্ধন কারণ, এই অভিনেত্রী পাকিস্তানে চালানো ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন। এতে করে ‘সনম তেরি কসম’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করা অভিনেতা হর্ষবর্ধন রানে এই অভিনেত্রীর সঙ্গে এই সিনেমার দ্বিতীয় কিস্তিতে কাজ না করার ঘোষণা দিয়েছেন।

২০১৬ সালে মুক্তি পাওয়া রোমান্টিক বলিউড সিনেমা ‘সনম তেরি কসম’ বক্স অফিসে রেকর্ড তৈরি করেছিল। ঘোষণা দেওয়া হয়েছিল ‘সনম তেরি কসম ২’-এর। যথারীতি পাকিস্থানি অভিনেত্রী মাওরাকে নিয়েই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মাওরার বিরূপ মন্তব্যের পর তার সঙ্গে অভিনয় করতে অস্বীকৃতি জানান হর্ষবর্ধন।

অন্যদিকে অভিনেতার এই সরে আসাকে মাওরা উল্লেখ্য করেছেন ‘জনসংযোগ স্টান্ট’ বলে। মাওরা হোসেন তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জনসংযোগ কৌশল এটি! এটা আমি আগেই ধারণা করেছিলাম। তিনি গভীর ঘুম থেকে জেগে উঠেছেন একটি জনসংযোগ কৌশল নিয়ে... যখন আমাদের দেশগুলি যুদ্ধে লিপ্ত, তখন আপনি এই কী নিয়ে কথা বলতে এসেছেন? মনোযোগ আকর্ষণের জন্য একটি জনসংযোগ বিবৃতি? কী দুঃখের বিষয়!’

এদিকে হর্ষবর্ধন একটি ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রীর প্রতি পাল্টা আক্রমণ করেছেন।

মাওরার মন্তব্যের প্রতিক্রিয়ায় হর্ষবর্ধন রানে লিখেছেন, ‘এটা ব্যক্তিগত আক্রমণের চেষ্টা বলে মনে হচ্ছে।  সৌভাগ্যবশত, এই ধরনের প্রচেষ্টা উপেক্ষা করার সহনশীলতা আমার আছে। কিন্তু আমার জাতির মর্যাদার ওপর যেকোনো আক্রমণের জন্য কোনো  সহনশীলতা দেখাবো না আমি।’

তিনি আরও লিখেছেন, ‘একজন ভারতীয় কৃষক তার ফসল থেকে অবাঞ্ছিত আগাছা তুলে ফেলবে। একে আগাছা বলা হয়। এই কাজের জন্য কৃষকের কোনও জনসংযোগ দলের প্রয়োজন নেই। এটিকে সাধারণ জ্ঞান বলা হয়। আমি কেবল দ্বিতীয় কিস্তি থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছি। আমার দেশের কর্মকাণ্ডকে ‘কাপুরুষোচিত’ বলে চিহ্নিত করে, এমন ব্যক্তিদের সাথে কাজ না করার সিদ্ধান্ত নেওয়ার আমার সম্পূর্ণ অধিকার রয়েছে।’ হর্ষবর্ধন রানে এরপর এই অভিনেতা লিখেছেন, ‘তার বক্তৃতায় এত ঘৃণা, এত ব্যক্তিগত আক্রমণ। আমি কখনও তার নাম উল্লেখ করিনি। একজন নারী হিসেবে তার মর্যাদার উপর আক্রমণ করিনি। আমি সেই মান বজায় রাখতে চাই।’

বলা প্রয়োজন, এরইমধ্যে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি উঠেছে ভারতজুড়ে। মাওরা হোকেনকেও ‘সনম তেরি কসম ২’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে।’

সূত্র: এনডি টিভি

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিমান দুর্ঘটনা আমাকে আবার ট্রমায় ফেলেছে’
‘বিমান দুর্ঘটনা আমাকে আবার ট্রমায় ফেলেছে’
তাদের প্রেমময় ফটোশুট, সঙ্গী আইফেল টাওয়ার!
তাদের প্রেমময় ফটোশুট, সঙ্গী আইফেল টাওয়ার!
যুক্তরাষ্ট্রে একজন অভিনেতার যাত্রাপালা ও একাকীত্বের গল্প
যুক্তরাষ্ট্রে একজন অভিনেতার যাত্রাপালা ও একাকীত্বের গল্প
দুই বছর পর নতুন গানে ফেরা...
দুই বছর পর নতুন গানে ফেরা...
সমু চৌধুরী: গফরগাঁও টু যশোর, ভায়া ঢাকা!
সমু চৌধুরী: গফরগাঁও টু যশোর, ভায়া ঢাকা!