রণবীর নিজেও নার্ভাস: ‘ডন থ্রি’ প্রসঙ্গে ফারহান

বলিউডের আকাঙ্ক্ষিত সিক্যুয়েল ‘ডন থ্রি’ অবশেষে আসছে। ক’দিন আগেই এর ঘোষণা দিয়েছেন নির্মাতা ফারহান আখতার। কিন্তু ‘ডন’ হিসেবে যিনি পরিচিত, প্রতিষ্ঠিত, সেই শাহরুখ খান এবার থাকছেন না। নতুন করে এই চরিত্রে যোগ দিয়েছেন রণবীর সিং। এনাউন্সমেন্ট ভিডিওতে ডন হয়ে দেখাও দিয়েছেন তিনি।

কিন্তু দর্শকের বিরাট অংশই রণবীরকে ‘ডন’ চরিত্রে মানতে পারছেন না। ঘোষণার পর থেকেই তাই তীব্র সমালোচনা চলছে ছবিটি নিয়ে। এতদিন চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ফারহান আখতার। জানালেন, তিনি আসলে ফ্র্যাঞ্চাইজিটি এগিয়ে নিতে চাইছেন।

এক সাক্ষাৎকারে ফারহান বলেন, ‘আমি আসলে চাচ্ছিলাম, কাজটা হোক। হ্যাঁ, রণবীর অসাধারণ অভিনেতা। চরিত্রটির জন্য সে উপযুক্ত। তবে আপনারা যেমনটা ভাবছেন, সে নিজেও খুব উচ্ছ্বসিত এবং নার্ভাস।’

বলিউডে প্রথম ‘ডন’ সিনেমা করেছিলেন অমিতাভ বচ্চন। ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর ২০০৬ সালে নতুন ‘ডন’ নিয়ে আসেন ফারহান আখতার। এই চরিত্রে শাহরুখ খান বিপুল সাড়া পেয়েছিলেন। তবে রণবীর সিংয়ের সমালোচনার প্রসঙ্গে শাহরুখের ‘ডন’ হওয়ার সময়টুকু মনে করালেন এই নির্মাতা। তার ভাষ্য, “এখন যেমনটা হচ্ছে, শাহরুখ যখন ‘ডন’ করলো, তখনও এরকম আবেগপ্রবণ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম। মানুষ বলেছিল, ‘ও মাই গড! আপনি কীভাবে অমিতাভ বচ্চনকে রিপ্লেস করছেন!”

চরিত্রটির জন্য রণবীর সিংকে কীভাবে উপযুক্ত মনে হয়েছে? এমন প্রশ্নের জবাবে ফারহান আখতার বলেন, ‘এই চরিত্রটিকে ধারণ করা এবং নিজের স্টাইলে উপস্থাপন করার যোগ্যতা আছে তার। আশা করছি সে দুর্দান্ত কাজ করবে। আমার মনে হয়, এখন আমারই দায়িত্ব বেশি, যেভাবে গল্পটা কল্পনা করেছি, সেভাবে পর্দায় তুলে আনা।’

ঘোষণা এলেও সহসাই ‘ডন ৩’র শুটিং শুরু হচ্ছে না। ২০২৫ সালের জানুয়ারি নাগাদ ক্যামেরা ওপেন হবে ছবিটির। ওই বছরই ছবিটি মুক্তি দেওয়ার প্ল্যান করছেন নির্মাতা।

সূত্র: পিঙ্কভিলা