X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

‘ডন ৩’তে কৃতি শ্যানন!

বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১৭:৩২আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৩২

অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের পর ডনের তৃতীয় প্রজন্ম হতে চলেছেন রণবীর সিং, এ খবর আগেই সবার জানা। তবে কে হবেন রণবীরের নায়িকা, এ নিয়ে এখনও জল্পনা তুঙ্গে।

এর আগে কিয়ারা আদভানিকে এই অ্যাকশন থ্রিলারে অভিনয়ের জন্য নির্বাচন করা হয়েছিল। তবে, গর্ভাবস্থার কারণে অভিনেত্রী মেগা-বাজেটের অ্যাকশন সিনেমা থেকে সরে আসেন। এরপরই জোর আলোচনা শুরু হয়, তাহলে কে হবেন রণবীরের নায়িকা।

জানা গেছে, ‘ডন ৩’-এ অভিনয়ের জন্য কৃতি শ্যাননের সঙ্গে নির্মাতা ফারহান আখতারের কথা হয়েছে এবং কৃতি এই সিনেমায় কাজ করতে তুমুল আগ্রহী।  তাই আশা করা হচ্ছে যে, আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি সিনেমাটিতে সাইন করবেন। কৃতি শ্যানন ফারহান আখতার এবং এক্সেল এন্টারটেইনমেন্টে ‘ডন ৩’-তে একজন অভিজ্ঞ অভিনেত্রীকে অভিনয়ের জন্য খুঁজছিলেন এবং কৃতিতে ‘রোমা’ চরিত্রে অভিনয় করার জন্য উপযুক্ত মনে করেছেন।

বলা প্রয়োজন, ফারহান আখতার এরইমধ্যে ‘ডন ৩’-এর লোকেশন খোঁজার কাজ শুরু করেছেন। এক্ষেত্রে বেশকিছু লোকেশন তিনি খুঁজেও পেয়েছেন।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই একটি আন্তর্জাতিক স্টান্ট দলের সাথে অ্যাকশন ব্লকে কাজ করবেন ফারহান। কৃতি শ্যানন ‘ডন ৩’-এর শুটিং মূলত ইউরোপে হবে। স্ক্রিপ্টও লক করা হয়েছে। প্রি-প্রোডাকশনের কাজ আগামী কয়েক মাস ধরে চলবে এবং দলটি ২০২৫ সালের অক্টোবর বা নভেম্বরের মধ্যে সিনেমাটি ফ্লোরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কৃতি শ্যানন উল্লেখ্য, ‘ডন ৩’ সিনেমায় কাজ শুরু করার আগে কৃতি শ্যানন আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ এবং দীনেশ বিজন প্রযোজিত ‘ককটেল ২’-এর শুটিং শেষ করবেন। তিনি আনন্দ এল রাইয়ের সাথে ‘নই নাভেলি’ নামে একটি হরর থ্রিলারের জন্যও আলোচনায় রয়েছেন, যা ২০২৬ সালে মুক্তি পাবে।

সূত্র: পিঙ্কভিলা

/সিবি/
সম্পর্কিত
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
নতুন অতিথির অপেক্ষায় দীপিকা-রণবীর
নতুন অতিথির অপেক্ষায় দীপিকা-রণবীর
ঢাকার ভোটে রণবীরকে হারিয়ে বিজয়ের পথে শহিদ!
ঢাকার ভোটে রণবীরকে হারিয়ে বিজয়ের পথে শহিদ!
দীপিকা-অনুশকাকে নিয়ে বেকায়দায় পড়লেন রণবীর!
দীপিকা-অনুশকাকে নিয়ে বেকায়দায় পড়লেন রণবীর!
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ