ডিভোর্স প্রসঙ্গে ব্রিটনি: কষ্টটা আর নিতে পারছিলাম না

বিয়ের ১৪ মাসের মাথায় বিচ্ছেদের পথ বেছে নিলেন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ারস ও মডেল-অভিনেতা স্যাম আসগরি। গত বুধবার (১৬ আগস্ট) বিচ্ছেদের আবেদন করেছেন স্যাম। খবরটি ছড়ানোর পর থেকে চুপ ছিলেন ব্রিটনি। অবশেষে শনিবার (১৯ আগস্ট) ইনস্টাগ্রামে লম্বা পোস্ট দিয়ে নীরবতা ভাঙলেন।

ব্রিটনি বলেন, ‘স্যাম ও আমি আর একসঙ্গে নেই। কারও সঙ্গে থাকার জন্য ছয় বছর বেশ লম্বা সময় যদিও; কিন্তু আমি কিঞ্চিৎ অবাক! আমি এখানে ব্যাখ্যা দিতে দিতে আসিনি, কারণ এটা কারও মাথাব্যথা না। কিন্তু সত্যি বলতে, আমি কষ্টটা আর নিতে পারছিলাম না।’

বন্ধুদের ধন্যবাদ জানিয়ে এই গায়িকা বলেছেন, ‘বন্ধুদের কাছ থেকে আমি কিছু বার্তা পেয়েছি, যেগুলো দেখে আমার মন গলে গেছে, এজন্য তাদের ধন্যবাদ। আমি অনেক দিন ধরেই খুব কষ্টে সহ্য করছি; যদিও আমার ইনস্টাগ্রাম একদম ঠিকঠাক দেখাচ্ছে। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। আবেগ ও কান্না দেখাতে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু কিছু কারণে নিজের দুর্বলতা লুকাতে হয়েছে।’

সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেকে ভালো রাখবেন বলেও জানালেন ৪১ বছর বয়সী ব্রিটনি স্পিয়ারস। তার ভাষ্য, ‘আমি যদি আমার বাবার শক্তিশালী যোদ্ধা না হতাম, তাহলে আমাকে সুস্থ করার জন্য চিকিৎসকের কাছে নেওয়া লাগতো। যতটা সম্ভব আমি শক্ত থাকবো এবং সত্যিই আমি বেশ ভালো আছি। যাইহোক, আপনার দিনটা ভালো হোক এবং হাসতে ভুলবেন না।’

ব্রিটনি স্পিয়ারস ও স্যাম আসগরিব্রিটনি ও স্যামের প্রথম দেখা হয় ২০১৬ সালে। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের সেপ্টেম্বরে তারা বাগদান সেরেছিলেন। অতঃপর ২০২২ সালের ৯ জুন বিয়ে করেন।

গায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র পিপল ম্যাগাজিনকে জানিয়েছে, অনেক দিন ধরেই তিনি সম্পর্কে টানাপোড়েন সহ্য করছিলেন। কয়েক সপ্তাহ আগে সিদ্ধান্ত নেন, এবার নিজের মতো এগিয়ে যাবেন।

এদিকে ব্রিটনি স্পিয়ারস বর্তমানে ব্যস্ত আছেন তার স্মৃতিকথা ‘দ্য ওমেন ইন মি’ বই লেখা নিয়ে। যেটি আগামী বছরের অক্টোবরে প্রকাশিত হবে। এছাড়া কিছু গানের কাজও রয়েছে তার হাতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Maria River Red (@britneyspears)