বাইশ গজে তারকাদের লড়াই, খেলবেন কারা

বাইশ গজের পিচের খেলা ক্রিকেট। ব্যাট-বলের সেই লড়াই নিয়ে দেশজুড়ে উচ্ছ্বাস-উন্মাদনা। সেই ক্রিকেট মাঠে এবার নামছেন ঢাকাই শোবিজের তারকারা। হ্যাঁ, ঢাকায় শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই ক্রীড়া প্রতিযোগিতা। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

জি নেক্সট নামের একটি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিসিএল। রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে বসবে এ আসর। সোমবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানানো হয়।

আয়োজকরা জানান, মোট আটটি দল থাকছে এই লিগে। এগুলোর নেতৃত্বে থাকছেন দেশের আটজন পরিচিত নির্মাতা। তারা হলেন- গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

গণমাধ্যমের মুখোমুখি সালাহউদ্দিন লাভলু, বাপ্পী চৌধুরী ও সালহা খানম নাদিয়াপ্রতি দলে ১৬ জন শোবিজ তারকা খেলোয়াড় হিসেবে থাকবেন। প্রতি দলে নারী তারকাদেরও খেলতে দেখা যাবে। এছাড়া একজন করে সাবেক ক্রিকেটার থাকবেন উপদেষ্টা হিসেবে।

দলগুলো যদিও এখনো পূর্ণাঙ্গভাবে সাজানো হয়নি। তবে জানা গেছে, আরিফিন শুভ, মিথিলা, সাফা কবিরের মতো তারকারা খেলবেন শিহাব শাহীনের দলে। শ্যামল মাওলা ও মৌসুমী হামিদকে দেখা যাবে গিয়াসউদ্দিন সেলিমের নেতৃত্বে। সালাহউদ্দিন লাভলুর দলে ভিড়েছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।

নির্মাতা চয়নিকা চৌধুরী তার দলে নিয়েছেন পরীমণি ও তমা মির্জাকে। দীপংকর দীপনের দলে দেখা যাবে এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও রোশানকে। শরিফুল রাজ ও মেহজাবীনকে নিয়ে মাঠে নামবেন মোস্তফা কামাল রাজ। অন্যদিকে সময়ের হিট নির্মাতা রাফীর নেতৃত্বে খেলবেন আফরান নিশো ও সিয়াম আহমেদের মতো তরুণ তারকা।

নন্দিত নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাবে, এটা আমাদের জন্য আনন্দের। ক্রিকেট টিমকে উজ্জীবিত করতেই আমাদের এই প্রয়াস। ক্রিকেটারদের মানসিক সাপোর্ট দেওয়া খুবই জরুরি। সেই বোধের জায়গা থেকেই আমরা একত্র হয়েছি। এখানে জয়-পরাজয় কোনো ব্যাপার নয়। অংশগ্রহণই বড় ব্যাপার।’

নিজের দলের প্রতি আত্মবিশ্বাস নিয়ে শিহাব শাহীন বলেন, ‘দুর্দান্ত সব প্লেয়ার আছেন আমার দলে। দেখা হবে মাঠে।’

নির্মাতা দীপংকর দীপনের ভাষ্য, ‘ক্রিকেট নিয়ে আমাদের যে উন্মাদনা, সেটার অংশ হিসেবে আমরা এতে অংশ নিচ্ছি। আশা করি পুরো আয়োজনটি আনন্দের হবে।’

শিরিন শিলা, শ্যামল মাওলা ও মন্দিরা চক্রবর্তীআয়োজক উত্তম বণিক বলেন, আমরা আমাদের তারকাদের মাধ্যমে ক্রিকেটারদের এই বার্তা দিতে চাই যে, যত বড় টিমই প্রতিপক্ষ হোক না কেন, তারা যেন চোখে চোখ রেখে খেলতে পারে।’

মূলত আনন্দের জন্য এমন আয়োজন করা হচ্ছে। তবু থাকছে পুরস্কারের ব্যবস্থা। জানা গেছে, বিজয়ী দলকে লাখ টাকার পুরস্কার প্রদান করা হবে। সঙ্গে থাকছে ট্রফি।