ঢাকায় আসছে ব্যান্ড ইলুভেইটি

ব্যান্ড
আলোচিত মেটাল ব্যান্ড ইলুভেইটি আসছে ঢাকায়। ফোক মেটাল ঘারানার এ ব্যান্ডটি তাদের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।


সব ঠিক থাকলে মে মাসের এক কনসার্টের মধ্য দিয়েই হবে তাদের প্রথমবারের মতো বাংলাদেশ সফর।
ব্যান্ডটির পেজে লেখা হয়, ‘বাংলাদেশ! আমরা জানি, আপনারা অনেকদিন ধরেই খবরটির জন্য অপেক্ষা করেছেন। আমাদের বিষয়টিও তাই। আমরাও অপেক্ষায় ছিলাম। অবশেষে আমরা দারুণ উচ্ছ্বসিত এ কারণে, আপনাদের সুন্দর এই দেশটিতে প্রথমবারের মতো আসছি! ২৬ মে, ২০১৬ তে ইলুভেইটি আসছে ঢাকায়।’
জানা গেছে, ঢাকায় তাদের এ কনসার্টটির আয়োজক গ্রিন ইভেন্ট ম্যানেজমেন্ট।
ইলুভেইটি ব্যান্ড ২০০২ সালে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। এপর্যন্ত ছয়টি অ্যালবাম বের হয়েছে তাদের। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, ইউরোপের ঐতিহ্যবাহী নানাধরনের লোকজ বাদ্যযন্ত্র তারা ব্যবহার করেন। আর এ কারণেই দলটি খ্যাত।
/এমআই/এম/