দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড ‘সোলস’। অনেক তারকার উত্থান এখান থেকে। দীর্ঘদিন ধরে ব্যান্ডটির ভোকাল হিসেবে পারফর্ম করছেন নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া। তাই যেকোনও কনসার্টে তাদের কণ্ঠেই ‘সোলস’র গান শোনেন শ্রোতারা। তবে ব্যতিক্রম অভিজ্ঞতার সাক্ষী হলেন অস্ট্রেলিয়ার মেলবোর্নবাসী। গত ১৬ সেপ্টেম্বর তারা শুধু পার্থ বড়ুয়াই নয়, ‘সোলস’র গান শুনেছেন তার কন্যা রূপা বড়ুয়ার কণ্ঠেও।
৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সোলস’ গান প্রকাশ ও নিয়মিত কনসার্ট করছে। এরই অংশ হিসেবে ১৬ সেপ্টেম্বর মেলবোর্নের উইলিয়ামস টাউন হলে মিউজিক্যাল নাইট অনুষ্ঠানে পারফর্ম করে ব্যান্ডটি। সেখানে আগে থেকেই বসবাস করেন পার্থ বড়ুয়ার কন্যা রূপা। সেই সুবাদে বাবার ব্যান্ডের সঙ্গে প্রথমবার মঞ্চে গান পরিবেশন করেন তিনি। গেয়ে শোনান ‘রাত এখনও বাকি’ গানটি।
চমকের শেষ এখানেই নয়, কনসার্টটি আরও বিশেষ হয়ে উঠেছিল নকীব খানের উপস্থিতিতে। যিনি ‘সোলস’র বহু নন্দিত গানের সুরকার ও সংগীত পরিচালক। ব্যান্ডের সঙ্গে তিনি গেয়ে শোনান ‘মুখরিত জীবন’, ‘তোরে পুতুলের মতো করে’, ‘ভালো লাগে জোৎস্না রাতে’, ‘হৃদয় কাদামাটি’ গানগুলো। সমন্বিত এসব পারফরম্যান্সে মুগ্ধ হন হলভর্তি দর্শক-শ্রোতা।