X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

আবার সিনেমায় পার্থ বড়ুয়া

বিনোদন রিপোর্ট
০৫ জুলাই ২০২৪, ১৮:৩৩আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৩:১৪

পার্থ বড়ুয়া। দেশের প্রধানতম ব্যান্ড সোলস-এর বর্তমান কর্তা। শতভাগ প্রফেশনাল সংগীত জীবনের বাসিন্দা হয়েও নাটক-সিনেমায় অভিনয় করে যে পরিমাণ দাগ ফেলেছেন দর্শক মনে, সেটি সচরাচর মেলে না।

এর মধ্যে তার অভিনয় ঝলক মিলেছে ‘আয়নাবাজি’তে। তাকে নিয়ে নির্মিত হয়েছে ‘মেড ইন চিটাগং’ নামে পূর্ণাঙ্গ সিনেমাও। মাঝে লম্বা বিরতি নিয়ে ফের চলচ্চিত্রে নাম লেখালেন এই ‘সোলস’-কর্তা। চুক্তিবদ্ধ হয়েছেন সরকারি অনুদানের ‘নীল জোছনা’ সিনেমায়। চলতি মাসেই শুটিংয়ে অংশ নেবেন পার্থ। 

ছবিটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এর আগে তিনি ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। এবারের ‘নীল জোছনা’ সিনেমাটি নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। 

নির্মাতা জানান, এই সিনেমায় পার্থকে ডা. তরফদার চরিত্রে দেখা যাবে। 

এতে অভিনয় প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘নির্মাতা ফাখরুল আরেফীন খানের সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই এবারই প্রথমবারের মতো আরেফীনের সিনেমায় অভিনয় করছি। আশা করছি ভালো একটি কাজ হবে।’ 

পার্থ বড়ুয়া পার্থ বড়ুয়া প্রসঙ্গে নির্মাতা আরেফীন বলেন, ‘ডা. তরফদার চরিত্রের জন্য পার্থ বড়ুয়া মানানসই হবে। সেই জায়গা থেকে তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি চিত্রনাট্য দেখে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। এই ধরনের চরিত্রে পার্থ দাকে এর আগে কেউ দেখেননি।’

সিনেমাটি নিয়ে ফাখরুল আরেফিন খান আরও বলেন, ‘‘নীল জোছনা’ সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ৬ বছর আগে। সেই ২০১৮ সালের শেষের দিকে। প্যারাসাইকোলজি নিয়ে এর আগে বাংলাদেশে কোনও কাজ হয়নি। এরপর ২০১৯ সালে করোনা এবং আমার ‘জেকে ১৯৭১’ সিনেমার কারণে কাজটি বন্ধ ছিল। এরপর আবারও গত বছরের প্রথম থেকে কাজটি শুরু করি।’’ পার্থ বড়ুয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
‘সোলস’-এ নেই নাসিম আলী খান!
‘সোলস’-এ নেই নাসিম আলী খান!
সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা
সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ