ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে: মার্টিন স্করসেজি

যাদের সৃষ্টিশীল কাজ দিয়ে গড়ে উঠেছে হলিউড, প্রসারিত হয়েছে বিশ্ব সিনেমা, তাদের একজন মার্টিন স্করসেজি। পৃথিবীর সর্বকালের সেরা চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় তার নামটি রয়েছে প্রথম সারিতেই। সেই স্করসিজে মনে করছেন, হলিউড ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ট্যাক্সি ট্রাইভার’ খ্যাত এই নির্মাতাকে হলিউডের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘আসলে ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে গেছে। অন্যভাবে বললে, আমি যেই ইন্ডাস্ট্রির অংশ ছিলাম, প্রায় ৫০ বছর আগে; যেন ১৯৭০ সালে যিনি নির্বাক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, কী হয়েছে?’

স্করসেজি মনে করেন, এখনকার সময়ে প্রযোজনা প্রতিষ্ঠান, স্টুডিওগুলো সহজ পথে হাঁটছে। বাজার দখলের জন্য পপকর্ন সিনেমা বানাচ্ছে, যেগুলোর সিক্যুয়েল হতে পারে। তার ভাষ্য, ‘কোনও নির্মাতা বড় বাজেটে নিজস্ব চিন্তা-দর্শন কিংবা অনুভূতি প্রকাশ করতে পারছে না, কারণ সেসবে স্টুডিওগুলোর আগ্রহ নেই।’

মার্টিন স্করসেজিহলিউডের সুপারহিরো ঘরানার ছবিগুলোকেই ‘পপকর্ন মুভি’ বলে কটাক্ষ করেছেন মার্টিন স্করসেজি। তার ভাষ্যে, এসব সিনেমা ‘উৎপাদিত কনটেন্ট’, এগুলো সিনেমার প্রতিনিধিত্ব করে না।

‘শাটার আইল্যান্ড’ খ্যাত নির্মাতা বলেন, ‘মনে হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিনেমা বানাচ্ছে। এমন তো নয় যে, মেধাবী নির্মাতা নেই। কিন্তু এসব সিনেমা দিয়ে কী বোঝানো হচ্ছে? এগুলো আপনাকে কী দেবে? কিছু ভোগ করা এবং তা মাথা ও শরীর থেকে বের করে দেওয়া ছাড়া আর কী দিচ্ছে এসব ছবি?’

স্করসেজির বয়স এখন ৮০ বছর। এই বয়সেও তিনি সিনেমা নির্মাণ করেছেন। নাম ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, রবার্ট ডি নিরো ও লিল্য গ্লাডসস্টোনের মতো তারকা। আগামী ২০ অক্টোবর এটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার দৃশ্যসূত্র: হলিউড রিপোর্টার